জাতীয় দেহ সৌষ্ঠবে সফল খড়্গপুরের সাগর

১২ বছর আগে খড়্গপুর কলেজে পড়াকালীন বন্ধুদের সঙ্গে মেদিনীপুরে বডি বিল্ডিং দেখতে এসেছিলেন সাগর। মঞ্চে প্রতিযোগীদের দেখে তখনই উদ্বুদ্ধ হন তিনি। স্থির করেন, তিনিও একদিন এমন মঞ্চে উঠবেন। এরপরেই শুরু হয় শরীরচর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৯
Share:

জয়ের-হাসি: মেডেল নিয়ে সাগর সাহা। নিজস্ব চিত্র

জাতীয়স্তরের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় সফল হলেন খড়গপুর শহরের ভবানীপুরের যুবক সাগর সাহা। ‘ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন’-এর সহযোগিতায় ‘বিহার নিউ বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন’-এর আয়োজন গত ২৭ ও ২৮ জানুয়ারি পটনার নিত্যকলা মন্দিরে ‘সপ্তম ফেডারেশন কাপ ২০১৮, সিনিয়র মেনস্‌ বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ’-এর আসর বসেছিল। এই প্রতিযোগিতায় ৬০ কিলোগ্রাম বিভাগে তৃতীয় হন ৩২ বছরের সাগর।

Advertisement

১২ বছর আগে খড়্গপুর কলেজে পড়াকালীন বন্ধুদের সঙ্গে মেদিনীপুরে বডি বিল্ডিং দেখতে এসেছিলেন সাগর। মঞ্চে প্রতিযোগীদের দেখে তখনই উদ্বুদ্ধ হন তিনি। স্থির করেন, তিনিও একদিন এমন মঞ্চে উঠবেন। এরপরেই শুরু হয় শরীরচর্চা। খড়্গপুরের সেরসা স্টেডিয়ামের জিমে ভর্তি হন সাগর।

সেই সঙ্গে খড়গপুর ডিআরএম অফিসে কর্মরত ইন্দ্রনীল মাইতির কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন। ইন্দ্রনীলবাবু নিজেও বিভিন্ন দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় রেলের প্রতিনিধিত্ব করেন। দেশ-বিদেশে বহু পুরস্কার পেয়েছেন সাগর। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় ‘৫১তম এশিয়াড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এ তৃতীয় হন তিনি। ওই মঙ্গোলিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এ চতুর্থ স্থান পান। ইন্দ্রনীলবাবুর তত্ত্বাবধানে ৬ বছর প্রশিক্ষণের পরে জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দিয়ে সফল হন সাগর। ‘ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন’-এর পরিচালনায় রাজ্য বডি বিল্ডিং প্রতিযোগিতায় ৬০ কিলোগ্রাম বিভাগে পর পর কয়েক বছর প্রথম স্থান দখল করেন। সাগরের কথায়, ‘‘প্রথমবার জাতীয়স্তরে সফল হয়ে ভাল লাগছে। এ বার আমার লক্ষ্য এশিয়াডে যোগ দেওয়া।’’ প্রশিক্ষক ইন্দ্রনীলবাবুর মতে, ‘‘নিয়মিত অনুশীলন করলে সাগর আরও ভাল ফল করতে পারবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন