ডালমিয়ার বাড়িতে শাহরিয়ার খান

বৃহস্পতিবার আলিপুর রোডে প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাড়িতে এসে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান।

Advertisement
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:৩৩
Share:

ছবি: শঙ্কর নাগ দাস।

বৃহস্পতিবার আলিপুর রোডে প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাড়িতে এসে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। ছবিতে সস্ত্রীক ডালমিয়া-পুত্র অভিষেকের সঙ্গে পাক বোর্ড প্রধান। ভারত-পাক ক্রিকেট সিরিজের সম্ভাবনা নিয়ে তিনি যে এখনও যথেষ্ট আশাবাদী, তা জানিয়ে এ দিন বলেন, ‘‘আইসিসি-র আসন্ন সভায় ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করব।’’ সিরিজ না খেললে ভারতকে বয়কটের হুমকির কথা অস্বীকার করে শাহরিয়ার বলেন, ‘‘আমি ও কথা কখনওই বলিনি। তবে চুক্তি সত্ত্বেও ভারত না খেললে ক্ষতিপূরণ দাবি করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন