Sports News

তাইল্যান্ড গ্রাঁপ্রিতে সোনা সাই প্রনীথের

শুরুতেই হেরে মরিয়া হয়ে ওঠেন তিনি। ঘুরে দাঁড়ানোর শুরু সেখান থেকেই। দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে বাজিমাত ভারত সন্তানেরই। এক ঘণ্টা ১১ মিনিটের ম্যাচ শেষে প্রনীথের পক্ষে ফল ১৭-২১, ২১-১৮ ও ২১-১৯।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ১৯:১০
Share:

বি সাই প্রনীথ। ছবি: সংগৃহীত।

ভারতীয় ব্যাডমিন্টনের মুকূটে নতুন পালক সংযোজন করলেন সাই প্রনীথ। রবিবার তাইল্যান্ড গ্রাঁপ্রিতে সোনা জেতেন এই ভারত সন্তান। ফাইনালে তিনি হারান ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টিকে। যদিও শুরুটা ভাল করতে পারেননি বি সাই প্রনীথ। প্রথম গেমে হারের মুখই দেখতে হয়েছিল তাঁকে। কিন্তু শুরুতেই হেরে মরিয়া হয়ে ওঠেন তিনি। ঘুরে দাঁড়ানোর শুরু সেখান থেকেই। দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে বাজিমাত ভারত সন্তানেরই। এক ঘণ্টা ১১ মিনিটের ম্যাচ শেষে প্রনীথের পক্ষে ফল ১৭-২১, ২১-১৮ ও ২১-১৯।

Advertisement

আরও খবর: বোমাতঙ্কে আহত প্রায় হাজার য়ুভেন্তাস সমর্থক

এটাই প্রনীথের প্রথম ও একমাত্র গ্রাঁপ্রি জয়। কয়েক মাস আগে সুপার সিরিজে জয়টা এই প্রনীথের কেরিয়ারের বড় মাইলস্টোন হয়ে থাকবে এটাই স্বাভাবিক। এপ্রিলে দেশেরই কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে প্রথম সুপার সিরিজ জিতে নিয়েছিলেন প্রনীথ। এ বার সঙ্গে যুক্ত হল গ্রাঁপ্রি। শনিবারই সাইনা নেহওয়াল ছিটকে যাওয়ায় একটা আশা শেষ হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement