হারলেন সাইনা, ফাইনালে প্রণীত

চলতি বছরে এমনিতেই ছন্দে রয়েছেন প্রণীত। বছরের শুরুতেই সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতে নজির গড়েছিলেন। সাইনা, সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্তের পর তিনি চতুর্থ ভারতীয় যিনি সুপারসিরিজ খেতাব জিতেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৪:০০
Share:

তাইল্যান্ড গ্রঁ প্রি গোল্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে শনিবার মিশ্র পারফরম্যান্স ভারতের।

Advertisement

এ দিনই তাইল্যান্ডের পান্নাউইত থঙ্গনুয়ামকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে গেলেন তৃতীয় বাছাই হায়দরাবাদের বি সাই প্রণীত। তবে প্রণীত জিতলেও শেষ চারের লড়াইতে হেরে গেলেন লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী সাইনা নেহওয়াল।

চলতি বছরে এমনিতেই ছন্দে রয়েছেন প্রণীত। বছরের শুরুতেই সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ জিতে নজির গড়েছিলেন। সাইনা, সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্তের পর তিনি চতুর্থ ভারতীয় যিনি সুপারসিরিজ খেতাব জিতেছেন। সিঙ্গাপুরে যেখানে শেষ করেছিলেন তাইল্যান্ডে যেন সেখান থেকেই শুরু করেছেন। এ বারের টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকেই অপ্রতিরোধ্য লাগছে প্রণীতকে।

Advertisement

তাইল্যান্ডের খেলোয়াড়কে হারাতে এ দিন সেমিফাইনালে তিনি নিয়েছেন ছত্রিশ মিনিট। ম্যাচের ফল ২১-১১, ২১-১৫। এই মুহূর্তে প্রণীতের বিশ্ব র‌্যাঙ্কিং ২৪। সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই কোর্টে ঝড় তুলেছিলেন তিনি। প্রথম গেম প্রায় একতরফা জিতে নেওয়ার পর দ্বিতীয় গেমে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাইল্যান্ডের থঙ্গনুয়াম। কিন্তু বিপক্ষের সেই দাপাদাপি রুখে দিয়ে ম্যাচ বার করে নেনে প্রণীত।

ফাইনালে হায়দরাবাদের ছেলের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার জোনাটন ক্রিস্টি। টুর্নামেন্টে যিনি চতুর্থ বাছাই। ১৯ বছরের জোনাটন এ দিন অপর সেমিফাইনালে হারালেন মালয়েশিয়ার জু ভেন সুং-কে। ম্যাচের ফল ২১-৯, ২১-১৮ ফলে।

তবে প্রণীতের ফাইনালে ওঠার আনন্দের মাঝেই সেমিফাইনালে হেরে গেলেন তাঁরই শহরের মেয়ে সাইনা নেহওয়াল। এক ঘণ্টারও কম সময়ে তাঁকে হারালেন তাইল্যান্ডের বুসানান ওঙ্গবামরুঙ্গফান। ম্যাচের ফল বুসানানের পক্ষে ২১-১৯, ২১-১৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন