Coronavirus

থুতুতে নিষেধাজ্ঞা সাময়িক: কুম্বলে

থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবের বিরোধিতা করেছেন অনেকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২০ ০৪:৫৫
Share:

অনিল কুম্বলে

করোনা পরবর্তী পরিস্থিতিতে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আইসিসি-র ক্রিকেট কমিটি। অন্যতম প্রস্তাব অবশ্যই, থুতু দিয়ে বল পালিশ করার নিয়মে নিষেধাজ্ঞা। সেই সঙ্গেই অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি প্রস্তাব দিয়েছিল, স্থানীয় আম্পায়ারদের নিয়ে ম্যাচ পরিচালনা করার বিষয়ে। রবিবার প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি প্রস্তাবই সাময়িক সমাধানের কথা ভেবে দেওয়া। আইসিসি মান্যতা না দিলে কোনও নিয়মই পরিবর্তন করা সম্ভব নয়।

Advertisement

থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবের বিরোধিতা করেছেন অনেকেই। মাইকেল হোল্ডিং থেকে ওয়াকার ইউনিসের মতো প্রাক্তনেরা মনে করেন, এতে ক্রিকেট থেকে হারিয়ে যাবে রিভার্স সুইং শিল্প। ব্রেট লি এই প্রস্তাবকে সমর্থন করলেও জানিয়েছেন, নিয়ম মেনে চলা কঠিন। কুম্বলেও বলেছেন, ‘‘এখনও নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব একেবারেই সাময়িক।’’ যোগ করেন, ‘‘যত দিন করোনা আতঙ্ক থাকবে, তত দিন এই নিয়ম পালন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিস্থিতি আবার আগের মতো হলে, পুরনো নিয়মেই খেলা হবে।’’

কৃত্রিম কোনও বস্তু ব্যবহার করে বল পালিশ করার নিয়মকে সমর্থন করেছেন অনেকেই। কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটিও এ বিষয়ে আলোচনা করেছিল। তিনি বলেছেন, ‘‘ক্রিকেটের ইতিহাস যদি ঘেঁটে দেখা হয়, তা হলে জানা যাবে, কৃত্রিম যে কোনও বস্তুর ব্যবহারের সব সময়ই বিরোধিতা করেছে আইসিসি। এত দিন কৃত্রিম পদার্থ দিয়ে বল পালিশ করার পদ্ধতিকে প্রতারণা হিসেবে দেখা হত। যদিও আমরা আলোচনা করেছি যে, কৃত্রিম পদার্থ ব্যবহার করার প্রস্তাব দেওয়া হবে কি না। পাশাপাশি ক্রিকেটের সংস্কৃতির কথা মাথায় রেখে এই প্রস্তাব আমরা দিতেও পারি না।’’

Advertisement

২০১৮-র বল বিকৃতি কাণ্ডের উদাহরণ টেনে কুম্বলে বলেছেন, ‘‘স্যান্ডপেপারগেট হওয়ার পরে আইসিসি কঠোর পদক্ষেপ করেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াও কঠিন সিদ্ধান্ত নিয়েছিল বল বিকৃতি কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে। তা হলে আমরা কী করে কৃত্রিম পদার্থ ব্যবহারের প্রস্তাব দিই?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন