স্বীকারোক্তি সলমনের

পাঁচ বছর পরে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ সরকারি ভাবে মেনে নিলেন সলমন বাট। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এ দিন তাঁর দেশের বোর্ডের কাছে লিখিত স্বীকারোক্তিতে সই করে জমা দিলেন। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্যই এই পদক্ষেপ। ২০১০ অগস্টে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ইচ্ছাকৃত নো বল করার জন্য টাকা নেন তিন পাক ক্রিকেটার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০৩:২৩
Share:

পাঁচ বছর পরে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ সরকারি ভাবে মেনে নিলেন সলমন বাট। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এ দিন তাঁর দেশের বোর্ডের কাছে লিখিত স্বীকারোক্তিতে সই করে জমা দিলেন। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্যই এই পদক্ষেপ।
২০১০ অগস্টে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ইচ্ছাকৃত নো বল করার জন্য টাকা নেন তিন পাক ক্রিকেটার। সলমন ছাড়া সেই চক্রে ছিলেন মহম্মদ আমের এবং মহম্মদ আসিফ। লন্ডনের আদালতে মামলার পর শাস্তিও পান তিন জন। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান এ দিন বলেন, ‘‘এর আগে সলমন নির্দিষ্ট ভাবে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ মেনে নেয়নি। তাই আমরা ওকে একটা বিবৃতি দিয়েছিলাম সই করার জন্য। সেটা ও বোর্ডের কাছে জমা দিয়েছে।’’ ২০১৩ জুনে স্পট-ফিক্সিং মামলা নিয়ে মুখ খুলেছিলেন সলমন। কিন্তু তাকে ‘সাধারণ স্বীকারোক্তি’ হিসেবে দেখেছিল পাকিস্তান বোর্ড। শাহরিয়র আরও জানান যে, সলমনের সই করা বিবৃতি আইসিসির দুর্নীতিদমন শাখার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। লন্ডন আদালতের বিচারে কমপক্ষে পাঁচ বছরের জন্য নির্বাসিত হন তিন জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement