—প্রতিনিধিত্বমূলক ছবি।
তেলঙ্গানার পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেল কংগ্রেস। দু’দফা মিলিয়ে ৫০ শতাংশের বেশি জয়ী হয়েছেন ‘হাত’ প্রতীকের প্রার্থীরা। দ্বিতীয় স্থানে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)। অনেকটাই পিছিয়ে বিজেপি।
প্রথম দফায় ভোট হওয়া ৪২৩০টি গ্রাম পঞ্চায়েতের ২৪২৫টি কংগ্রেস দখল করেছে। বিআরএস ১১৬৮, বিজেপি ১৮৯টি। দ্বিতীয় ধাপে ৩৯১১ জন সরপঞ্চ এবং ২৯৯১৭টি ওয়ার্ডের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সরপঞ্চ আসনে কংগ্রেস ২২১৬, বিআরএস ১১৭৭, বিজেপি ২৫৯টিতে জয়ী হয়েছে। পঞ্চায়েত ওয়ার্ডগুলির গণনা এখনও চলছে। কংগ্রেস-সমর্থিত প্রার্থীরা বেশির ভাগ আসনে এগিয়ে রয়েছেন।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি জয়ের জন্য তেলঙ্গানাবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ক্ষমতা দখলের থেকেই তেলঙ্গানাতে জমি হারাতে শুরু করেছিল কেসিআরের দল বিআরএস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তেলঙ্গানার ১৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস এবং বিজেপি দুই দলই আটটি করে আসনে জিতেছিল। হায়দারবাদে মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বিআরএসের ঝুলি ছিল শূন্য। কিন্তু পঞ্চায়েত ভোটে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এল বিআরএস।