কবে ‘থিতু’ হচ্ছেন? মা হওয়ার কথা ভাবছেন কি? জবাবে বিস্ফোরক সানিয়া

ঘটনাটা ঘটেছিল বুধবার, তাঁর আত্মজীবনী প্রকাশের দিন। সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু যাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর নাম যখন সানিয়া মির্জা, তখন বিতর্ক কি এক দিনে মেটে!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৩:৫২
Share:

ঘটনাটা ঘটেছিল বুধবার, তাঁর আত্মজীবনী প্রকাশের দিন। সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু যাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর নাম যখন সানিয়া মির্জা, তখন বিতর্ক কি এক দিনে মেটে!

Advertisement

আত্মজীবনী প্রকাশের পরপর সানিয়ার সাক্ষাৎকার নিচ্ছিলেন রাজদীপ সরদেশাই। নানা প্রসঙ্গের পর হঠাৎই তিনি জিজ্ঞেস করে বসেন, সানিয়া মির্জা কবে ‘থিতু’ হচ্ছেন? মা হওয়ার কথা ভাবছেন কি? বইয়ে কেন তিনি এ সব নিয়ে কিছু লেখেননি?

যা শুনে প্রচণ্ড চটে যান হায়দরাবাদি টেনিস তারকা। প্রথমে পাল্টা জিজ্ঞেস করেন, ‘‘আপনি মনে করেন না আমি সেটল্‌ড?’’ শুনে প্রশ্নকর্তা বলেন, তাঁর বইয়ে সানিয়া অবসরোত্তর জীবন নিয়ে লেখেননি। লেখেননি, মা হওয়ার পরিকল্পনা বা পরিবার গড়ার প্ল্যান নিয়েও। যা শুনে বিস্ফোরণ ঘটান সানিয়া। সোজাসুজি বলে দেন, ‘‘আপনার কথা শুনে মনে হচ্ছে, মা হওয়ার কথা না ভেবে আমি যে বিশ্বের এক নম্বর হওয়ার বিকল্পটা বেছে নিয়েছি, তাতে আপনি প্রচণ্ড হতাশ!’’ সঙ্গে যোগ করেন, ‘‘তবু আমি এটার উত্তর দেব। বাকি মেয়েদের মতো আমাকেও বারবার এই প্রশ্নের সামনে পড়তে হয়েছে। প্রথমে বিয়ে, তার পর মা হওয়া। এগুলো না হলে আমরা নাকি থিতু হই না! হতাশার ব্যাপার হল, যতগুলো উইম্বলডনই জিতি, যতবার বিশ্বের এক নম্বর হই, আমরা থিতু হই না!’’

Advertisement

যার সঙ্গে সঙ্গে সানিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন রাজদীপ। পরে যখন সানিয়াকে জিজ্ঞেস করেন, তিনি কী ভাবে মানুষের মনে থাকতে চান, তখনও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি সানিয়া। বলেছেন, ‘‘আমি যেন এমন কিছু করতে পারি যাতে ২৯ বছরের কোনও বিশ্বসেরা মেয়েকে কেউ না জিজ্ঞেস করতে পারে, সে কবে মা হচ্ছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement