আমার চেয়েও ভাল খেলোয়াড় আসুক: সানিয়া

চোটের জন্য বেশ কিছু দিন কোর্টের বাইরে থাকায় সানিয়ার ডাবলস র‌্যাঙ্কিং এখন নেমে এসে দাঁড়িয়েছে ১৪ নম্বরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৫
Share:

তারকা: ফেড কাপে অঙ্কিতার পারফরম্যান্সে খুশি সানিয়া।  ছবি: পিটিআই

সদ্য সমাপ্ত ফেড কাপ টেনিসে ভারতের উঠতি তারকা অঙ্কিতা রায়নার পারফরম্যান্স মনে ধরেছে সানিয়া মির্জার। একই সঙ্গে সানিয়া মনে করছেন, এই টুর্নামেন্টে পরের ধাপে যে করে হোক পৌঁছতেই হবে ভারতকে।

Advertisement

মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সানিয়া বলেন, ‘‘আমরা এই টুর্নামেন্ট থেকে সব সময় খালি হাতে ফিরেছি। আমাদের দেশে অনেক তরুণ প্রতিভা উঠে এসেছে। কিন্তু কখনওই আমরা পরের ধাপে পৌঁছতে পারিনি।’’ অঙ্কিতা তাঁর চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের হারালেও ভারত পরপর হেরে যাওয়ায় পরের রাউন্ডে উঠতে পারেনি। যদিও অবনমনের প্লে অফে চিনা তাইপেই-কে হারিয়ে এশিয়া/ওশেনিয়া গ্রুপ ওয়ানে টিকে থাকতে পেরেছে ভারত।

অঙ্কিতাকে নিয়ে সানিয়া আরও বলেন, ‘‘প্রথম একশোয় থাকা খেলোয়াড়দের বিরুদ্ধে অঙ্কিতা যে ভাবে জিতেছে, সেটা সত্যিই দারুণ। যদিও ওই জয় দু’টো ভারতকে কোনও রকম সাহায্য করেনি, তবু বলব এই সব ছোট ছোট ইতিবাচক ব্যাপারগুলো থেকেই আমাদের আত্মবিশ্বাসী হতে হবে।’’

Advertisement

এর পরেই ৩১ বছর বয়সি ভারতীয় টেনিস কন্যাকে প্রশ্ন করা হয়, ‘পরবর্তী সানিয়া মির্জা’ কে হতে পারে বলে আপনার মনে হয়? সানিয়া কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভার মাপকাঠি হিসেবে নিজেকে দেখছেন না। তাঁর বক্তব্য, ‘‘আমাকে অনেক বছর ধরে এই একই প্রশ্ন করে আসা হচ্ছে। পরবর্তী সানিয়া মির্জা কে? আমি বলব, কেন সানিয়ার নাম নেওয়া হচ্ছে? কেন সানিয়ার চেয়েও ভাল খেলোয়াড় আসবে না? সানিয়ার চেয়েও ভাল খেলোয়াড় হিসেবে নিজেদের তৈরি করতে হবে। কেন শুধু আমাকে মাপকাঠি ধরা হচ্ছে?’’

চোটের জন্য বেশ কিছু দিন কোর্টের বাইরে থাকায় সানিয়ার ডাবলস র‌্যাঙ্কিং এখন নেমে এসে দাঁড়িয়েছে ১৪ নম্বরে। ভারতের সফলতম মহিলা টেনিস খেলোয়াড় সাফল্যের চাবিকাঠি হিসেবে দু’টো ব্যাপারের কথা বলছেন। এক, বার বার চেষ্টা করে যাওয়া। এবং দুই, কঠোর পরিশ্রম। এই দু’টো মন্ত্রই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন সানিয়া।

গত বছরের অক্টোবর থেকে হাঁটুর চোটের জন্য বাইরে সানিয়া। কবে কোর্টে ফিরবেন বলে ঠিক করে রেখেছেন? সানিয়ার জবাব, ‘‘আমি এখনও সে ভাবে ঠিক করিনি, কবে কোর্টে ফিরব। কোনও নির্দিষ্ট তারিখ ভেবে রাখিনি। প্রত্যেক দিনই আমাকে লড়াই করতে হচ্ছে। তবে ফরাসি ওপেন সেই মে মাসে। ফরাসি ওপেনের সময় ফিরতে পারব বলে আশা রাখি।’’

প্রত্যাবর্তনের কথায় উঠে এসেছে সেরিনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভার নাম। সানিয়া বলছেন, মেয়েদের টেনিসের গভীরতা এখন অকল্পনীয়। তাঁর কথায়, ‘‘সেরিনা ছাড়া আর কেউ কিন্তু একা শাসন করতে পারেনি বর্তমান মেয়েদের টেনিস। সেরিনা হেরে গেলে তখন সব সময় টুর্নামেন্ট ওপেন হয়ে যেত। যে কেউ তখন জিততে পারত। মেয়েদের টেনিসের গভীরতা অকল্পনীয়। তাই দেখা গিয়েছে, বিশ্বের দু’নম্বর, পাঁচ নম্বর খেলোয়াড়কেও হারিয়ে দিচ্ছে নীচের দিকে থাকা খেলোয়াড়রা। তবে সেরিনা আবার ফেরার পথে। এবং আমার কাছে সেরিনা উইলিয়ামস হল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন