জেমাইমা রদ্রিগেজ় (বাঁ দিকে) এবং স্মৃতি মন্ধানা। ছবি: সমাজমাধ্যম।
রবিবার আনুষ্ঠানিক বিবৃতি জারি করে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি মন্ধানা। কঠিন সময়ে আবার বন্ধুর পাশে দাঁড়ালেন জেমাইমা রদ্রিগেজ়। সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি গান পোস্ট করেছেন তিনি। পাশাপাশি, সমাজমাধ্যমে আনফলো করে দিয়েছেন পলাশকে। ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের মধ্যে রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডিরাও আনফলো করেছেন পলাশকে।
সমাজমাধ্যমে জেমাইমার ‘স্টোরি’তে দেখা যাচ্ছে, চার জন ছেলেমেয়ে অলিভিয়া ডিনের জনপ্রিয় গান ‘ম্যান আই নিড’ গাইছেন। অনুরাগীরা সঙ্গে সঙ্গে সেই গানের কথার সঙ্গে স্মৃতির কঠিন সময়ের মিল খুঁজে পেয়েছেন। সেই গানে এক প্রেমিকা চাইছেন, কোনও এক পুরুষ এগিয়ে আসুক এবং তাঁকে কিছু উপহার দিক। তাঁর সঙ্গে কথা বলুক। হয়ে উঠুক সেই পুরুষ, যাঁকে সেই প্রেমিকা চায়। মনে করা হচ্ছে, স্মৃতির পাশে দাঁড়িয়েই বেছে বেছে এই গানটি পোস্ট করেছেন জেমাইমা।
বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ায় বিগব্যাশ খেলতে গিয়েছিলেন জেমাইমা। স্মৃতির বিয়ে উপলক্ষে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। বিয়ে আচমকা স্থগিত হয়ে যাওয়ার পর আর অস্ট্রেলিয়া ফিরে যাননি। স্মৃতির পাশে থাকতে চেয়েছিলেন। সেই অনুমতিও পেয়েছিলেন।
উল্লেখ্য, রবিবার সমাজমাধ্যমে সমাজমাধ্যমে মন্ধানা লিখেছিলেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।’’
তিনি আরও লিখেছিলেন, ‘‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’’
তার পরেই বিবৃতি দেন পলাশও। তিনি লিখেছিলেন, “আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যে ভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্র ভাবে পরিস্থিতি সামাল দেব।”