বিশ্রামে বিরক্ত সানিয়া

ফের কোর্টে ফিরতে আরও দু’মাস সময় লাগবে তাঁর। সানিয়া মির্জার। রিহ্যাবে চোটের ব্যথার সমস্যা তো আছেই। তবে তাঁর চেয়েও বেশি তিনি বিরক্ত চোট সারানোর জন্য বিশ্রাম নিতে বাধ্য হওয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৮
Share:

সানিয়া মির্জা।—ফাইল চিত্র

হাঁটুর চোটের জন্য গত বছরের অক্টোবর থেকে তিনি কোর্টের বাইরে। অস্ট্রেলিয়ান ওপেনেও খেলেননি।

Advertisement

ফের কোর্টে ফিরতে আরও দু’মাস সময় লাগবে তাঁর। সানিয়া মির্জার। রিহ্যাবে চোটের ব্যথার সমস্যা তো আছেই। তবে তাঁর চেয়েও বেশি তিনি বিরক্ত চোট সারানোর জন্য বিশ্রাম নিতে বাধ্য হওয়ায়। ‘‘আরও মাস দু’য়েক সময় লাগবে কোর্টে ফিরতে। অস্ত্রোপচার হলে চোটটা সারাতে খুব উপকার হতো এমন নয়। তার কোনও নিশ্চয়তা নেই। ব্যথার ব্যাপারটা আমাকে সামলাতে হবে এটাই যা,’’ বলেন ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

সঙ্গে তিনি যোগ করেছেন, সবচেয়ে চ্যালেঞ্জিং হল মানসিক ভাবে এই সময়টায় চাঙ্গা থাকা। সানিয়া বলেন, ‘‘অস্ট্রেলিয়ান ওপেন চলছে দেখছি, অথচ খেলতে পারছি না, ওই সময়টা খুব কঠিন ছিল। এক জন অ্যাথলিট হিসেবে যদি কিছু করতে বাধ্য করা হয়, সেটা মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement