কেমন চেহারা সেক্সি? নিজের পছন্দ শেয়ার করলেন সানিয়া

প্রায় ছ’বছর হল পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন। কিন্তু তাতে কি তাঁর আবেদন একটুও কমেছে? না! বিয়ের আগে হোক বা পরে, সানিয়া মির্জাকে নিয়ে একই রকম আকর্ষণ রয়েছে পুরুষদের মধ্যে। কিন্তু জানেন কি কেমন পুরুষ সানিয়ার পছন্দের?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ১৬:০৭
Share:

প্রায় ছ’বছর হল পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন। কিন্তু তাতে কি তাঁর আবেদন একটুও কমেছে?

Advertisement

না! বিয়ের আগে হোক বা পরে, সানিয়া মির্জাকে নিয়ে একই রকম আকর্ষণ রয়েছে পুরুষদের মধ্যে। কিন্তু জানেন কি কেমন পুরুষ সানিয়ার পছন্দের? এত দিনে সেই রহস্য খোলসা করলেন খোদ সানিয়া।

কী বললেন তিনি?

Advertisement

সানিয়ার কথায়, ‘‘স্ট্রং, মাসকুলার চেহারা আমার মনে হয় বেশি সেক্সি। স্কিনি চেহারা হলে তাঁদের একটুও আকর্ষণীয় লাগে না। হেলদি, মাসকুলার চেহারার আবেদন আমার কাছে সবসময়ই বেশি।’’

সানিয়া জানিয়েছেন, নিজের চেহারা নিয়েও তিনি খুব বেশি কনশাস নন। টেনিস তাঁর কাছে ফার্স্ট প্রায়োরিটি। আর খেলার জন্য ওয়ার্কআউট করে যেমন চেহারা দরকার তেমনই তিনি রাখবেন। টেনিস গ্রাউন্ড থেকে ফ্যাশন র‌্যাম্প— সবেতেই সমান স্বচ্ছন্দ সানিয়া তাঁর পছন্দের কথা জানিয়েছেন।

ছেলেরা শুনছেন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement