ট্রফি সানিয়াদের

‘‘মনে হচ্ছে যেন বিশ্বসুন্দরীর মুকুটটা নিজের মাথা থেকে বেথানির মাথায় পরিয়ে দিলাম,’’ বছরের প্রথম ট্রফি জেতার পর সানিয়া মির্জা বললেন।

Advertisement
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০৩:১৪
Share:

ব্রিসবেনে ট্রফি হাতে চ্যাম্পিয়নরা। ছবি: এএফপি।

‘‘মনে হচ্ছে যেন বিশ্বসুন্দরীর মুকুটটা নিজের মাথা থেকে বেথানির মাথায় পরিয়ে দিলাম,’’ বছরের প্রথম ট্রফি জেতার পর সানিয়া মির্জা বললেন। ব্রিসবেন ইন্ট্যারন্যাশনালে চ্যাম্পিয়ন ততক্ষণে ৯১ সপ্তাহ ডাবলস র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের সিংহাসন খুইয়েছেন মার্কিন জুড়িদার বেথানি মাটেক স্যান্ডসের কাছে। তার আগে অবশ্য ফাইনালে ৬-২, ৬-৩ উড়িয়ে দিয়েছেন দ্বিতীয় বাছাই রাশিয়ান জুটি মাকারোভা-ভেসনিনাকে। তবে বেথানির সঙ্গে মরসুমের প্রথম ট্রফি জিতলেও আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া নামবেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা স্ট্রাইকোভার সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement