সানিয়ার ৩৯

মার্টিনা হিঙ্গিসের সঙ্গে বিচ্ছেদের পরেও সানিয়া মির্জা স্বমেজাজেই আছেন। ‘সান্টিনা’ জুটি ভেঙে যাওয়ার পরে পেশাদার ট্যুরে দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর ভারতীয় ডাবলস তারকা সানিয়া। সিনসিনাটি ওপেন খেতাবের পরে এ বার কানেকটিকাট ওপেন ট্রফিও সানিয়ার দখলে।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০৩:২৯
Share:

মার্টিনা হিঙ্গিসের সঙ্গে বিচ্ছেদের পরেও সানিয়া মির্জা স্বমেজাজেই আছেন। ‘সান্টিনা’ জুটি ভেঙে যাওয়ার পরে পেশাদার ট্যুরে দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর ভারতীয় ডাবলস তারকা সানিয়া। সিনসিনাটি ওপেন খেতাবের পরে এ বার কানেকটিকাট ওপেন ট্রফিও সানিয়ার দখলে। আগেরটা চেক পার্টনার স্ট্রাইকোভাকে নিয়ে জেতার পর এই খেতাবটা সানিয়া তুললেন রোমানিয়ান নিকুলেস্কুকে সঙ্গী নিয়ে। গত রাতে ফাইনালে সানিয়ারা ৭-৫, ৬-৪ হারান বন্ডারেঙ্কো-চিয়া জাংয়ের ইউক্রেন-তাইওয়ান জুটিকে। যুক্তরাষ্ট্র ওপেন শুরুর দিন দুই আগে সানিয়ার এটা কেরিয়ারের ৩৯তম ডাবলস খেতাব, এ বছরের সাত নম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement