Sports News

শেষ ম্যাচ পর্যন্ত দেখতে চান সঞ্জয় সেন

হারতে হয়েছে আই লিগের কাছে। আই লিগের আশা কার্যত শেষ কিন্তু এখনই হতাশ হতে রাজি নন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। যদিও দলকে চাঙ্গা রাখতে তাঁর হতাশা একবারও ছেলেদের সামনে প্রকাশ করেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ২২:৪১
Share:

অনুশীলনে সনি নর্দির সঙ্গে সঞ্জয় সেন। -ফাইল চিত্র।

হারতে হয়েছে আই লিগের কাছে। আই লিগের আশা কার্যত শেষ কিন্তু এখনই হতাশ হতে রাজি নন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। যদিও দলকে চাঙ্গা রাখতে তাঁর হতাশা একবারও ছেলেদের সামনে প্রকাশ করেননি। শনিবার আইজলের মাটিতে শুরুটা ভাল করেও হারতে হয়েছে। যেটা টিম ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করবে। সঙ্গে প্রচুর সুযোগ নষ্ট। মেনে নিচ্ছেন কোচ সঞ্জয় সেন। বলেন, ‘‘প্রথমার্ধে আমরা প্রচুর সুযোগ নষ্ট করেছি। গোলের সামনে গিয়েও গোল পাইনি।’’

Advertisement

আরও খবর: কোন পথে আসতে পারে মোহনবাগানের আই লিগ

কিন্তু এই মুহূর্তে এই হার নিয়ে আর ভাবতে নারাজ তিনি। বরং এটাকেই মোহনবাগানের এই মরসুমের সেরা অ্যাওয়ে ম্যাচ বলছেন তিনি। বলেন, ‘‘এই মরসুমের সেরা অ্যাওয়ে পারফর্মেন্স এটাই। বৃষ্টি, ভেজা মাঠ। অন্যরকম আবহাওয়ার মধ্যেও আমরা সেরা ম্যাচটা খেলেছি।’’ এখন সামনে অনেক হিসেব। দলের অনেকেই আশা ছেড়ে দিয়েছে। আর আই লিগ নিয়ে ভাবতেই চাইছেন না অনেকেই। নাম না করে অনেকেই বলছেন, সব আশা শেষ। শেষ ম্যাচে খেলতে হবে চেন্নাই সিটির সঙ্গে। নিয়মরক্ষার ম্যাচে দাঁড়িয়ে গিয়েছে সেই ম্যাচ। সঞ্জয় সেন অবশ্য এখনও পাখির চোখ করছেন ওই ম্যাচকেই। যদিও জানেন এখান থেকে জিততে গেলে যেতে হবে অনেক হিসেব নিকেশের মধ্যে দিয়ে। তবুও বলছিলেন, ‘‘এখনও লিগ শেষ হয়নি। ফুটবলে কিছু বলা যায় না। তাই কে চ্যাম্পিয়ন এখনই বলা মুশকিল। আমার লক্ষ্য শেষ ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়া।’’ এর পরটা যে আর তাঁর বা দলের হাতে নেই সেটা জানেন তিনি। জানেন, মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন হতে হলে হারতে হবে আইজল এফসিকে। তাই সেটা নিয়ে আর ভাবছেন না। শেষ ম্যাচে আইজল খেলবে শিলং লাজংয়ের বিরুদ্ধে।

Advertisement

যদিও মোহনবাগান শিবিরে চাপা উত্তেজনা। এদিন আই লিগের কার্যত ফাইনাল ম্যাচ দেখতে আইজলে হাজির হয়েছিলেন সচিব অঞ্জন মিত্র, অর্থ সচিব দেবাশিস দত্ত। সঙ্গে ছিলেন প্রচুর সমর্থক। সবার সমানেই আই লিগের ফাইনাল হয়ে দাঁড়ানো এই ম্যাচ হারতে হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement