সানিয়াদের বিদায়

মাদ্রিদ ওপেনের ফাইনাল হার্ডল পেরনো হল না সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটির। শনিবার ডাবলসের চূড়ান্ত লড়াইয়ে স্যান্টিনা ৪-৬, ৪-৬ হেরে যান। ক্যারোলিনা গার্সিয়া আর ক্রিস্টিনা ম্লাদেনোভিচের ফরাসি জুটির কাছে। বিশ্বের এক নম্বর ডাবলস জুটির ফাইনালে এই নিয়ে টানা দ্বিতীয় হার।

Advertisement
শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০৩:২৫
Share:

মাদ্রিদ ওপেনের ফাইনাল হার্ডল পেরনো হল না সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটির। শনিবার ডাবলসের চূড়ান্ত লড়াইয়ে স্যান্টিনা ৪-৬, ৪-৬ হেরে যান। ক্যারোলিনা গার্সিয়া আর ক্রিস্টিনা ম্লাদেনোভিচের ফরাসি জুটির কাছে। বিশ্বের এক নম্বর ডাবলস জুটির ফাইনালে এই নিয়ে টানা দ্বিতীয় হার। গত মাসে স্টুটগার্ট ওপেনেও এই জুটির কাছে হারেন সানিয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement