Singapore Open Super 750

জিতে শুরু সাত্ত্বিক-চিরাগের, পিঠের ব্যথায় সিঙ্গাপুর ওপেনে প্রথম রাউন্ডে ম্যাচ ছাড়লেন লক্ষ্য

সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে জিতলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তবে পিঠের ব্যথায় প্রথম রাউন্ডের মাঝেই ম্যাচ ছাড়লেন লক্ষ্য সেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২৩:১৪
Share:

লক্ষ্য সেন। —ফাইল চিত্র।

জয় দিয়ে সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু করলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম রাউন্ডে জিতল ভারতীয় জুটি। তবে লক্ষ্য সেনকে সমস্যায় ফেলল তাঁর চোট। পিঠের ব্যথায় প্রথম রাউন্ডেই ম্যাচ ছাড়লেন তিনি।

Advertisement

মার্চ মাসে অল ইংল্যান্ডের আগে চিরাগের পিঠে চোট লাগে। ফলে সেই প্রতিযোগিতায় নামতে পারেননি চিরাগ ও সাত্ত্বিক। দু’মাস পরে কোর্টে ফিরলেন তাঁরা। বিশ্বের প্রাক্তন এক নম্বর চিরাগ ও সাত্ত্বিক বুধবার মাত্র ৪০ মিনিটে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে যান। স্ট্রেট গেমে (২১-১৬, ২১-১৩) তাঁরা হারান মালয়েশিয়ার চুং হন জিয়ান ও মুহম্মদ হাইকালকে। এই ম্যাচে দেখে মনে হয়নি চিরাগের কোনও অসুবিধা হচ্ছে। বোঝা যাচ্ছে, সম্পূর্ণ সুস্থ হয়েই কোর্টে ফিরেছেন তিনি। পরের রাউন্ডে ইন্দোনেশিয়ার সবর কারিয়ামান গুতামা ও মোহ রেজ়া পাহলেভির বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা।

এই মাসে সুদিরমান কাপেও নামেননি চিরাগ ও সাত্ত্বিক। তত দিনে চিরাগ সুস্থ হয়ে গেলেও সাত্ত্বিক অসুস্থ হয়ে পড়েছিলেন। তার আগে মালয়েশিয়া ওপেন ও ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে উঠে হারেন তাঁরা।

Advertisement

ভারতের এক ব্যাডমিন্টন তারকা চোট সারিয়ে ফিরলেও চোট পেয়েছেন আর এক জন। দেশের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় লক্ষ্য প্রথম রাউন্ডে নেমেছিলেন চাইনিজ় তাইপেইয়ের লিন চুন ই-র বিরুদ্ধে। প্রথম গেম ২১-১৫ পয়েন্টে জিতে নেন লক্ষ্য। দ্বিতীয় গেম থেকে সমস্যা শুরু হয় তাঁর। লিন দ্বিতীয় গেম জেতেন ২১-১৭ পয়েন্টে। তৃতীয় গেমেও পিছিয়ে ছিলেন লক্ষ্য। অনেক চেষ্টা করেন তিনি। কিন্তু পারেননি। ৫-১৩ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ ছাড়েন তিনি।

সংবাদ সংস্থাকে লক্ষ্যের বাবা ডিকে সেন বলেন, “পিঠের ব্যথায় সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে ম্যাচ ছাড়তে হয়েছে লক্ষ্যকে। গত শনিবার সিঙ্গাপুরে অনুশীলনের সময় পিঠে ব্যথা শুরু হয় ওর। তার পরেও লক্ষ্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। ম্যাচের মাঝে ব্যথা বাড়ে। যাতে বড় চোট না হয় তার জন্য ও ম্যাচ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়া ওপেনের আগে ও সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement