The Ashes

Ashes 2011-22: জানিয়ে দেওয়া হল অ্যাশেজের সূচি, ২৬ বছরে প্রথম বার ঘটবে এই কাণ্ড

পুরুষ এবং মহিলা, দুই দলের অ্যাশেজের সূচিই ঘোষণা করা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৫:০৮
Share:

ব্রিসবেনের গাব্বায় প্রথম টেস্ট। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার মাঠে হবে এ বারের অ্যাশেজ। জানানো হল সূচি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এই টেস্ট সিরিজে ২৬ বছরে প্রথম বারের জন্য শেষ ম্যাচ হবে না সিডনিতে। পুরুষ এবং মহিলা, দুই দলের অ্যাশেজের সূচিই ঘোষণা করা হয়েছে।

Advertisement

ব্রিসবেনের গাব্বায় প্রথম টেস্ট। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এ বারের অ্যাশেজ। দ্বিতীয় ম্যাচ খেলা হবে গোলাপি বলে। দিন রাতের সেই ম্যাচ শুরু হবে ১৬ ডিসেম্বর, অ্যাডিলেডে। বক্সিং ডে টেস্ট খেলা হবে মেলবোর্নে। সিডনিতে খেলা হবে চতুর্থ টেস্ট। ৫ জানুয়ারি থেকে শুরু হবে সেই খেলা। শেষ টেস্ট হবে পার্থে। ১৪ জানুয়ারি মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

মেয়েদের সিরিজ শুরু হবে ২৭ জানুয়ারি। টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সেই সিরিজ। মেয়েদের অ্যাশেজে টেস্ট ছাড়াও টি২০ এবং একদিনের ম্যাচ খেলা হবে। অস্ট্রেলিয়ায় খেলার পর মেয়েদের দল উড়ে যাবে নিউজিল্যান্ডে। সেখানেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement