Cricket

ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে ভারতের এই প্রতিভাকে দলে দেখতে চান স্টাইরিস

বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচে হারের পরে তরুণ প্রতিভাকে ভারতীয় দলে দেখতে চান স্টাইরিস।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়েলিংটন শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২০
Share:

স্টাইরিসের পরামর্শ কি শুনবেন কোহালি? —ফাইল চিত্র।

হতশ্রী পারফরম্যান্স করে বেসিন রিজার্ভের প্রথম টেস্টে হেরেছে ভারত। কিউয়ি বোলারদের দাপটে ভারতের ব্যাটসম্যানরা কোনও ইনিংসেই দুশোর বেশি রান করতে পারেননি।

Advertisement

ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য শুভমন গিলকে প্রথম একাদশে নেওয়ার কথা বললেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস।

কিউয়িরা ১০ উইকেটে প্রথম টেস্ট জিতে নেওয়ায় স্টাইরিস মনে করেন গিলের মতো প্রতিভাকে দলে না নিয়ে ভুলই করছে ভারত। প্রাক্তন কিউয়ি তারকা বলেছেন, ‘‘আমার মতে শুভমন গিল স্পেশ্যাল ট্যালেন্ট। ওকে বাদ দিয়ে মাঠে নামার কোনও অর্থ নেই। আমার মনে হয়, আগামী ১০ বছরে ভারতের ব্যাটিং বিভাগের অন্যতম শক্তি হয়ে উঠবে গিল।’’

Advertisement

আরও পড়ুন: শততম টেস্ট জয় ১০০ ওয়াইনের বোতল দিয়ে উদযাপন করলেন রস টেলররা

তবে গিল খেললে কোন পজিশনে তাঁকে নামানো হবে? স্টাইরিসের মনেই তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রাক্তন কিউয়ি তারকা বলছেন, ‘‘ভারত ও অস্ট্রেলিয়া তাদের নতুন প্লেয়ারদের ৬ নম্বরে ব্যাট করতে পাঠায়। পৃথ্বী শ তরুণ প্রতিভা। ওকে পরে সুযোগ দেওয়া যেতে পারে। (হনুমা) বিহারীকে টপ অর্ডারে তুলে এনে গিলকে ছয়ে পাঠানো যেতে পারে।’’ স্টাইরিসের এ হেন বার্তা কি শুনবেন কোহালি?

আরও পড়ুন: আগ্রাসন দেখাতে মাঠে খারাপ ভাষা নয়, যুব বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন সচিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন