India vs Australia Test

লিড প্রায় ৩০০, ম্যাচ ক্রমশ হাতের বাইরে যাচ্ছে বিরাটদের

প্রথমে বল হাতে শন ওকিফের দাদাগিরি, পরে ব্যাট হাতে স্টিভ স্মিথের। আর এই দুইয়ের ধাক্কায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই হারের ভ্রুকুটি ভারতের সামনে। হাতে ছয় উিকেট নিয়ে এখনই ২৯৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৪
Share:

দলকে টানছে স্মিথের ব্যাট। ছবি: রয়টার্স।

প্রথমে বল হাতে শন ওকিফের দাদাগিরি, পরে ব্যাট হাতে স্টিভ স্মিথের। আর এই দুইয়ের ধাক্কায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই হারের ভ্রুকুটি ভারতের সামনে। হাতে ছয় উিকেট নিয়ে এখনই ২৯৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

Advertisement

আট বল এক রান চার উইকেট। ৯৩/৩ থেকে ১০৫ অল আউট। তিন জন বাদে বাকিদের সর্বোচ্চ রান ৬। এমনই সব বিচিত্র ঘটনার সাক্ষী থাকল পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ। টি২০ ক্রিকেটের মারকাটারির যুগে এক ধাক্কায় যেন ব্যাটসম্যানদের টেস্ট ক্রিকেটের কঠিন মাটিতে এনে ফেলল অস্ট্রেলিয়া। ২৪ ঘণ্টা আগে পুণে দেখেছিল উমেশ-অশ্বিনদের দাপট। আর শুক্রবার সকালে দেখল স্টার্ক-ওকিফের যুগলবন্দি। যার ফলে স্কোরবোর্ডে ১০০ ওঠার আগেই ৮ উইকেট হারাল ভারত। শেষ পর্যন্ত ১০৫ রানে শেষ হল বিরাটদের ইনিংস। এক লোকেশ রাহুল ছাড়া রান পেলেন না কেউই। রাহুল-রাহানে-বিজয় ছাড়া দু’অঙ্ক পেরলো না কারও রান। বিরাট-পূজারা-সহ আট ভারতীয় ব্যাটসম্যান মিলে করলেন মোট ১৭ রান।


দিনের নায়ক শন ওকিফে। ছবি এএফপি।

Advertisement

অথচ সকালটা কিন্তু মোটেই খারাপ হয়নি ভারতীয়দের। মারমুখী স্টার্ককে সকাল সকাল আউট করেন অশ্বিন। এর পর লাঞ্চে ভারত যখন ৭০/৩, তখনও এই বিপর্যয়ের আশঙ্কা করেননি কেউই। লাঞ্চের পর যেন রুদ্রমূর্তি ধরে অজি বোলাররা। সঙ্গে ছিল পুণের অদ্ভুত চরিত্রের পিচ। যে পিচকে প্রথম দিনই ঘূর্ণি আখ্যা দিয়েছিলেন বেশির ভাগ বিশেষজ্ঞ। স্টার্কদের বলের কোনও হদিশই পাচ্ছিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। হদিশ পাচ্ছিলেন না নবাগত বাঁহাতি স্পিনার ওকিফেরও। একাই ছয় উইকেট নিলেন অজি বাঁহাতি স্পিনার। স্টার্ক নিলেন ২টি।

আরও পড়ুন- এটাই কি ভারতীয় কিপারের সর্বসেরা ক্যাচ? তুলনায় মার্শের কীর্তি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন