বুমরাকে নিয়ে সতর্ক নির্বাচকেরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ফর্ম্যাট মিলিয়ে মোট ১৬২.১ ওভার বল করেছেন তিনি। পেয়েছেন ২৩টি উইকেট। তাঁর প্রশংসায় নির্বাচক প্রসাদ বলেছেন, ‘‘বুমরার পারফরম্যান্সে আমি আপ্লুত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৫:২৭
Share:

যশপ্রীত বুমরা।

টেস্টে যশপ্রীত বুমরাকে সুযোগ দেওয়াতে লাভবান হয়েছে ভারতীয় ক্রিকেট। তাঁকে সামলাতে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। তবে বুমরার স্লিং অ্যাকশন যে তাঁর চোটের প্রবণতা বাড়াতে পারে সে বিষয়ে ওয়াকিবহাল ভারতীয় দলের নির্বাচক এম এস কে প্রসাদ। তাই গুজরাতের এই পেসারের অত্যাধিক পরিশ্রম যাতে না হয় সে দিকেই নজর দিচ্ছে ভারতীয় নির্বাচকেরা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ফর্ম্যাট মিলিয়ে মোট ১৬২.১ ওভার বল করেছেন তিনি। পেয়েছেন ২৩টি উইকেট। তাঁর প্রশংসায় নির্বাচক প্রসাদ বলেছেন, ‘‘বুমরার পারফরম্যান্সে আমি আপ্লুত। নিজের ক্ষমতা সম্পর্কে ও যথেষ্ট আত্মবিশ্বাসী। রঞ্জি ট্রফিতে গুজরাতের হয়েও অসাধারণ পারফরম্যান্স ছিল বুমরার। তবে দেখতে হবে ওকে যেন অতিরিক্ত পরিশ্রম করতে না হয়।’’

প্রসাদ আরও জানিয়েছেন যে, গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ ছাড়া খেলানো যাবে না বুমরাকে। তিনি বলেছেন, ‘‘ওর অ্যাকশন যে অন্যদের থেকে আলাদা সেটা সবাই জানে। পাশাপাশি এ ধরনের অ্যাকশনের বোলাররা সাধারণত চোটপ্রবণ হয়। তাই গুরুত্বপূর্ণ টেস্ট ছাড়া ওকে খেলাব না।’’ বুমরার পাশাপাশি দলের দুই রিস্ট স্পিনারের পারফরম্যান্সও মুগ্ধ করেছে জাতীয় নির্বাচকদের। ওয়ান ডে-তে দু’জনে মিলে নিয়েছেন ৩৩টি উইকেট। প্রসাদ বলেছেন, ‘‘উইকেট নেওয়ার ক্ষেত্রে রিস্ট স্পিনারদের অবদান অনস্বীকার্য। আমাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেছে চহাল ও কুলদীপ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন