Football

এগিয়েও ড্র রোনাল্ডোদের

খেতাব প্রায় নিশ্চিত করে ফেলা জুভেন্টাস শেষ তিন ম্যাচে ন’গোল হজম করল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ০২:২৯
Share:

হতাশ: বুধবার রাতে জয় হাতছাড়া হওয়ার পরে রোনাল্ডো। রয়টার্স

টানা ন’বার সেরি-আ জয় প্রায় নিশ্চিত করেও জুভেন্টাসের খেলায় বার বার ছন্দপতন ঘটছে! বুধবার সাসউয়োলোর সঙ্গেও তারা ৩-৩ ড্র করল। তাও ২-০ এগিয়ে থেকে। ৫ ও ১২ মিনিটে দানিলো এবং গঞ্জালো ইগুয়াইন গোল করায় মনে হয়েছিল অনায়াসে জিতবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। হল উল্টোটা। ৫৪ মিনিটের মধ্যে ২-৩ পিছিয়ে পড়ল জুভেন্টাসই। অ্যালেক্স সান্দ্রো গোল শোধ না করলে হয়তো খালি হাতে তুরিনে ফিরতেন পাওলো দিবালারা।

Advertisement

খেতাব প্রায় নিশ্চিত করে ফেলা জুভেন্টাস শেষ তিন ম্যাচে ন’গোল হজম করল। এবং দু’গোলে এগিয়ে থাকার সুবিধেও কাজে লাগাতে পারল না। ব্যর্থ রোনাল্ডোও। একবার ফাঁকা গোলে বল ঠেলতে পারলেন না। দু’বার নিশ্চিত গোলের পাস নষ্ট করলেন। জুভেন্টাস ম্যানেজার মাউরিজ়িয়ো সাররি তো রীতিমতো ক্ষিপ্ত। বললেন, ‘‘ছেলেরা হঠাৎ-হঠাৎ জঘন্য দায়সারা ফুটবল খেলছে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন