পরিচারিকা নিগ্রহে অভিযুক্ত শাহদাত বিপিএলের দলবদলে থাকার অনুমতি পাচ্ছেন

মামলার থেকে অব্যাহতি না পেলে খেলতে পারবেন না। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে শাহদাত হোসেন রাজীবকে। বড় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন গত বছর মে মাসে। বিদেশে গিয়ে চিকিত্সা করিয়ে আসার খরচ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ২০:০৩
Share:

মামলার থেকে অব্যাহতি না পেলে খেলতে পারবেন না। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে শাহদাত হোসেন রাজীবকে।

Advertisement

বড় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন গত বছর মে মাসে। বিদেশে গিয়ে চিকিত্সা করিয়ে আসার খরচ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাঠে ফেরার প্রস্তুতি চলছিল। এ সবের মধ্যেই সস্ত্রীক জড়িয়ে পড়েন শিশু নির্যাতন মামলায়। নিজের বাড়ির ১১ বছরের পরিচারিকার উপর ভয়ঙ্কর শারীরিক নিগ্রহের জন্য জেলে পর্যন্ত যেতে হয়েছিল শাহদাত হোসেন রাজীবকে। আপাতত জামিনে মুক্ত তিনি। কিন্তু তাঁর খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট তো দূর অস্ত্, মামলার নিষ্পত্তি হয়নি বলে ঘরোয়া ক্রিকেটে বিপিএল-৩, বিসিএল এবং জাতীয় ক্রিকেট লিগের আসরে খেলার সুযোগ পাননি ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে, ৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই পেস বোলার। তাঁকে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ার্স বাই চয়েজের তালিকাতেও বিবেচনা করেনি বিসিবি’র নির্বাচকমণ্ডলী। কিন্তু শেষ পর্যন্ত কিছুটা হলেও বরফ গলছে। তালিকায় না থেকেও ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলোয়াড়দের দল-বদলের জন্য নির্ধারিত প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে উঠছেন তিনি। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান হবে আগামী ১০ এপ্রিল।

আরও পড়ুন:

Advertisement

ইডেন গার্ডেন্স নয়, বিকল্প ভেন্যুতে টেস্ট খেলতে চায় বাংলাদেশ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন আসরে খেলার অনুমতি চেয়ে সম্প্রতি বিসিবি সভাপতির দরবারে আবেদন করেছিলেন শাহদত। এখনই খেলার অনুমতি না মিললেও দলবদল পর্বে তাঁকে রাখার অনুমতি দেওয়া হচ্ছে। মামলা থেকে মুক্তি মিললে তবেই মিলবে খেলার অনুমতি।

এ দিকে, শিশু নিগ্রহ মামলায় অভিযোগকারীদের সঙ্গে আদালতের বাইরে মীমাংসার চেষ্টা চালাচ্ছেন শাহদাত। সে চেষ্টা সফল হলে মাঠে ফেরার রাস্তা খুলে যাবে শীঘ্রই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন