ছবি: ইনস্টাগ্রাম।
দুবাইয়ের রাস্তায় কী করছেন শাহিদ আফ্রিদি? নানা রূপে নানা বেশে দুবাইয়ের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদিকে। ক্রিকেট ছেড়ে ঠিক কী করছেন তিনি, তা নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন স্বয়ং শাহিদ আফ্রিদিও!
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিয়োতে বিভিন্ন রূপে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদিকে। কখনও তাঁকে দেখে মনে হচ্ছে তিনি একজন চিকিত্সক, কখনও বা ট্যাক্সি চালক আবার কখনও তাঁকে দেখে মনে হচ্ছে কোনও কনস্ট্রাকশন সাইটের কর্মচারী।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ক্যামেরাও। তা ছাড়াও সেই পোস্টের নীচের হ্যাশট্যাগ লেখা দেখে মনে করা হচ্ছে যে, এটি কোনও শুটিংয়েরই অংশ। কিন্তু ঠিক কোন বিষয়ে কাজ হচ্ছে, তা নিয়ে খোলসা করে বলা হয়নি কিছুই। রহস্যের গন্ধ জিইয়ে রেখেছেন শাহিদ আফ্রিদি নিজেও। এই ভিডিয়োটির শেষে তাঁকে বলতে দেখা যাচ্ছে যে, “আপনারা নিশ্চয়ই বুঝে উঠতে পারছেন না যে ঠিক কি হচ্ছে কিন্তু সবই আপনাদের সময়মতো জানানো হবে।”
A post shared by CricPassion ⭕ (@cricpassion92) on
আরও পড়ুন: সিডনিতে কোহালি-পেনদের হাতে কালো আর্ম-ব্যান্ড কেন জানেন?
ভিডিও ব্লগ নিয়ে কাজ করা পাকিস্তানি যুবক ওমর খানের সঙ্গেও একটি ছবিতে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদিকে। ছবিটি পোস্ট করে ওমর লিখেছেন যে, শাহিদের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত উত্তেজিত তিনি।
আরও পড়ুন: মায়াঙ্ক করলেন ৭৭, পূজারা ফের দুরন্ত, সিডনিতে ভাল শুরু ভারতের
৩৯৮ টি এক দিবসীয় ম্যাচে ৮,০০০ রান করেছেন শাহিদ আফ্রিদি। মাঠের মতো ঝড় তিনি এই নতুন পিচেও তুলতে পারেন কিনা, সেটাই এখন দেখার।