ভারতে আসার জন্য ওজ়িলকে আমন্ত্রণ জানালেন বন্ধু শাহরুখ

প্রাক্তন জার্মান তারকা মেসুত ওজ়িলের বিশেষ আমন্ত্রণে সোমবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউডের বাদশা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৫:৫৪
Share:

স্মরণীয়: বান্ধবীকে পাশে নিয়ে শাহরুখকে জার্সি দিলেন ওজ়িল। ছবি: টুইটার

অবশেষে তিনি দেখা পেলেন প্রিয় নায়কের। সোমবার ইপিএলে নিউ ক্যাসলের বিরুদ্ধে জয়ের পরে শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার সুযোগ পেলেন আর্সেনাল তারকা গ্রানিত শাকা।

Advertisement

প্রাক্তন জার্মান তারকা মেসুত ওজ়িলের বিশেষ আমন্ত্রণে সোমবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউডের বাদশা। ম্যাচ শেষ হতেই শাহরুখকে নিয়ে মেতে ওঠেন ফুটবলাররা। রজার ফেডেরারের দেশ সুইৎজারল্যান্ডের ফুটবলার শাকা ২০১৬ সালে মাদাম তুসো গ্যালারিতে বলিউড অভিনেতার মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি পরে টুইটারে পোস্টও করেছিলেন। সোমবার প্রিয় নায়ককে চোখের সামনে দেখতে পেয়েই উল্লসিত হয়ে ওঠেন তিনি। শাহরুখের সঙ্গে ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন শাকা। তিনি লিখেছেন, ‘‘শাহরুখের পারফরম্যান্স দেখতে আমার বরাবরই খুব ভাল লাগে। আশা করি, মাঠে আমাদের পারফরম্যান্সও শাহরুখ দারুণ উপভোগ করেছেন।’’

শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়ে শাকা জানান, ২০১৬ সালে তাঁর মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনা। তিনি বলেছেন, ‘‘আমি শাহরুখকে সেই গল্প শুনিয়ে বলি, এত দিনে আমার প্রিয় অভিনেতার রক্তমাংসের চেহারাটা দেখতে পেলাম। সেটাই আমার কাছে দারুণ প্রাপ্তি।’’ জবাবে শাহরুখ বলেন, ‘‘ভবিষ্যতে আবারও আসল চেহারায় তোমার সামনে এসে দাঁড়াব। তার আগে মাঠে আরও লড়াই করে ক্লাবকে সাফল্য দাও।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আর যাঁর আমন্ত্রণে শাহরুখ বিশেষ অতিথি হিসেবে এমিরেটসে গিয়েছিলেন, সেই মেসুত ওজ়িল তাঁর বান্ধবী আমিনে গুলসা এবং শাহরুখের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। শাহরুখের হাতে তিনি নিজের নাম লেখা দশ নম্বর জার্সিও তুলে দেন। ওজ়িল লিখেছেন, ‘‘আমার কাছে এই দিনটা খুব আনন্দের। আমন্ত্রণে সাড়া দিয়ে বিশেষ অতিথি হিসেবে তুমি ম্যাচ দেখতে এসেছিলে। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ।’’ পাল্টা জবাব দিয়েছেন বলিউড অভিনেতাও। শাহরুখ লিখেছেন, ‘‘সোমবারের ম্যাচ দেখার জন্য তুমি যে আমাকে আমন্ত্রণ করেছিলে, সেটা আমার কাছে বড় একটা সম্মান পাওয়ার মতো। পরে আবার ডাক পেলে আসব।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সোমবারের সন্ধ্যাটা দারুণ কেটেছে। ওজ়িল এবং ওর বান্ধবী আমিনের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। এমন আপ্যায়ন খুব কমই পাওয়া যায়। আশা করি, তোমাদের দুজনকেই দ্রুত ভারতে দেখতে পাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন