Shakib Al Hasan

টি-টোয়েন্টির অধিনায়ক সাকিবই

শেষ পর্যন্ত সাকিবকেই অধিনায়ক হিসেবে বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার আনুষ্ঠানিক ভাবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের নাম ঘোষণা করে বোর্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ২৩:০১
Share:

সাকিব আল হাসান।—ফাইল চিত্র।

শেষ পর্যন্ত সাকিবকেই অধিনায়ক হিসেবে বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার আনুষ্ঠানিক ভাবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের নাম ঘোষণা করে বোর্ড।

Advertisement

এখন বাংলাদেশের তিন ফর্ম্যাটের ক্রিকেটে তিন জন অধিনায়ক— টেস্টে মুশফিকুর রহিম, ওয়ানডেতে মাশরাফি বিন মোর্তাজা ও টি-টোয়োন্টিতে সাকিব আল হাসান।

এর আগে টেস্টে ছিলেন মুশফিক এবং ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন মাশরাফি।

Advertisement

টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মোর্তাজা অবসরের ঘোষণা করেন গত ৪ এপ্রিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরের সময়ই সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। এর পর থেকে আলোচনা শুরু হয়, কে হচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক?

কয়েক দিন ধরেই আলোচনা হচ্ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক নির্বাচন নিয়ে। নাম উঠে আসে কয়েক জনের। সাকিব আল হাসান, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাঁর পছন্দের অধিনায়ক হিসেবে সাকিবের কথাই বলেছিলেন কয়েক দিন আগে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফিস। তিনি শুধু একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। এর পর মহম্মদ আশরাফুল ১১টি, সাকিব চারটি, মুশফিকুর রহিম ২৩ ও মাশরাফি বিন মোর্তাজা ২৮টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement