Sports News

নিজের দুর্বলতা কাটিয়েই ফিরছেন শামি

দু’বছর কম নয়। চোট-আঘাত বার বার ছিটকে দিয়েছে এই ফার্স্ট বোলারকে। লড়াই করে আবার ফিরেছেন। এ বার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলার মহম্মদ শামি। এই ফেরাটা তো আর সহজ ছিল না। তবুও সব প্রতিবন্ধকতা কাটিয়ে আবার জাতীয় দলে ওয়ান ডে দলে জায়গা করে নেওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ২২:২৭
Share:

মহম্মদ শামি। ছবি: পিটিআই।

দু’বছর কম নয়। চোট-আঘাত বার বার ছিটকে দিয়েছে এই ফার্স্ট বোলারকে। লড়াই করে আবার ফিরেছেন। এ বার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলার মহম্মদ শামি। এই ফেরাটা তো আর সহজ ছিল না। তবুও সব প্রতিবন্ধকতা কাটিয়ে আবার জাতীয় দলে ওয়ান ডে দলে জায়গা করে নেওয়া। সোমবারই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। আর সেই দলে অমিত মিশ্রাকে সরিয়ে জায়গা করে নিয়েছেন শামি। তাই দায়িত্বটা অনেকবেশি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে শামি বলেন, ‘‘আমাদের আক্রমণভাব বিশ্বের মধ্যে সেরা। সব সময় একে অপরকে সাহায্য করি আমরা। আমরা সবাই মিলে নিজেদের সেরাটা দেব তার পর বাকিটা ভাগ্য। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মুখিয়ে রয়েছি।’’

Advertisement

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফি: দলে ফিরলেন মহম্মদ শামি, রোহিত শর্মা

দেশের হয়ে শামি শেষ ওয়ান ডে খেলেছেন ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে। ভারতীয় দলে সুযোগ পেয়ে তাই সাবধানী এই পেসার। তিনি বলেন, ‘‘দু’বছরটা অনেকটা সময় একদিনের দলের বাইরে থাকার জন্য। এই দু’বছরে আমি নজর রেখেছি আমার শক্তি আর ফিটনেস বাড়ানোর দিকে। আমি আমার দূর্বলতার উপরও কাজ করেছি। আমি আশাবাদী আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করব। আমি নিজের সেরাটা দিতে চাই।’’ এই মুহূর্তে আইপিএল-এ দিল্লির হয়ে খেলছেন তিনি। তাঁর মতে, আইপিএল নিজেকে চেনানোর জন্য খুব ভাল মঞ্চ। সেখানে জাহির খানের পাশাপাশি খেলাটাও তাঁকে বাড়তি উদ্বুদ্ধ করেছে। শামি বলেন, ‘‘এটা ভীষণ সত্যি কথা যদি প্রাক্তন প্লেয়ারদের সঙ্গে কথা বলা যায় তা হলে অনেক কিছু শেখা যায়। যদি জাহিরের সঙ্গে কথা বলা যায় দেখা যাবে ওর মধ্যে এমন কিছু আছে যেটা বাকিদের অনুপ্রাণিত করে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement