২ ডিগ্রির ঠান্ডায় ৬ গোল খেল মোহনবাগান

দুঃস্বপ্নের দিন সবুজ-মেরুন শিবিরে! চিনের মাটিতে ৬-০ গোলে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় সঞ্জয় সেনের দল। ঘরের মাঠে শ্যানডং লুনেং মোহনাগানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল। সোনি নর্ডি কিছুটা লড়ার চেষ্টা করেছেন। বাকি মোহনবাগান দলকে প্রায় খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:০৪
Share:

জিনানের অলিম্পিক স্পোর্টস সেন্টারে অনুশীলনে মোহনবাগান দল। —ফাইল চিত্র।

দুঃস্বপ্নের দিন সবুজ-মেরুন শিবিরে! চিনের মাটিতে ৬-০ গোলে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় সঞ্জয় সেনের দল। ঘরের মাঠে শ্যানডং লুনেং মোহনাগানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল। সোনি নর্ডি কিছুটা লড়ার চেষ্টা করেছেন। বাকি মোহনবাগান দলকে প্রায় খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

প্রথম থেকেই আক্রমণাত্বক ছিল শ্যানডং। ২৩ মিনিটে মাথায় প্রথম গোল করেন আর্জেন্টাইন ফুটবলার মন্তিলো। বিরতির পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় ব্রাজিল ফুটবলার দিয়েগো তার্দেলি। বিরতির পর আর সঞ্জয় সেনদের ঘুরে দাঁড়াতে হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও চার গোল হজম করতে হয় সবুজ-মেরুনদের। ৫৫ ও ৬৮ মিনিটের মাথায় পর পর দু’টি গোল করেন ইয়াং শু। দু’ডিগ্রি সেলসিয়াসে জমে যাওয়া মোহনবাগান তার পর আরও দু’গোল হজম করে। ৭৬ মিনিটে জেঙ জেঙ ও ওয়াং ইয়ংপো ৮৮ মিনিটে শেষ গোল করে মোহনাগানকে কফিনের শেষ পেরেক পুঁতে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement