Shane Warne

এই ভাবে বল করলেই মিলবে পূজারার উইকেট, ওয়ার্ন বলতেই সফল হলেন লায়ন

কমেন্ট্রি বক্স থেকে লায়নের শেষ বলের আগে ওয়ার্ন ভবিষ্যদ্বাণী করেন যে, ওই জায়গাতেই বল রাখতে পারলে পূজারার উইকেট মিলবে। আর হয়ও তাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৬:০৭
Share:

সোশ্যাল মিডিয়ায় ওযার্নের ধারাভাষ্যই ঝড় তুলেছে।

কী ভাবে আউট হবেন চেতেশ্বর পূজারা, ধারাভাষ্যের মাইক হাতে বলছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। আর তিনি বলতে না বলতেই পরের বলে ঠিক সেটাই ঘটল। অস্ট্রেলিয়ার অফস্পিনার নেথান লায়ন দুর্দান্ত ভাবে ওয়ার্নের নির্দেশিত পন্থাতেই ফেরালেন পূজারাকে।

Advertisement

সেটা ছিল ভারতের দ্বিতীয় ইনিংসের ৮৮তম ওভার। প্রথম পাঁচ বল দারুণ করেছিলেন লায়ন। অফস্টাম্পের ঠিক বাইরের লাইনে বল ফেলে পূজারার পরীক্ষা নিচ্ছিলেন অজি অফস্পিনার। কমেন্ট্রি বক্স থেকে ওয়ার্ন তখন শেষ বলের আগে ভবিষ্যদ্বাণী করেন যে, ওই জায়গাতেই লায়ন বল রাখতে পারলে পূজারার উইকেট তিনি পাবেন।

আর হয়ও তাই। লায়ন বল রাখেন রাফে। যা লাফিয়ে ওঠে। এবং পূজারার ইনসাইড-এজ লেগে যায় ফরোয়ার্ড শর্ট লেগে অ্যারন ফিঞ্চের হাতে। ওয়ার্ন যে ভাবে বলেছিলেন, সে ভাবেই ঘটে সবকিছু। আর এই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রসঙ্গত, রবিবার ৭১ রানে ফেরেন পূজারা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০৭ রানে। জেতার জন্য ৩২৩ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনের শেষে চার উইকেটে ১০৪ রান তুলেছে অস্ট্রেলিয়া

Advertisement

আরও পড়ুন: অ্যাডিলেডে ঐতিহাসিক টেস্ট জয় থেকে ছয় উইকেট দূরে ভারত

আরও পড়ুন: অ্যাডিলেডে শেন ওয়ানের্র ক্লাসে মনোযোগী ছাত্র কুলদীপ​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন