সাতচল্লিশে পা দিলেন অস্ট্রেলীয় স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে যিনি এক হাজারের বেশি উইকেটের মালিক। ওয়ার্নকে জন্মদিনে বীরেন্দ্র সহবাগের অভিনব টুইট-শুভেচ্ছা— হ্যাপি বার্থডে শেন ওয়ার্ন। ও যদি বল করার আগে ওয়ার্ন (সতর্ক) করত বলটা গুগলি হবে না ফ্লিপার না অন্য কিছু, তা হলে ভাল হত!