Cricket

আইপিএল-এর অন্য দলের থেকে কেন আলাদা সিএসকে? ওয়াটসন বললেন…

চেন্নাই সুপার কিংসের তরফে ইনস্টাগ্রামে লাইভ চ্যাট শোয়ের আয়োজন করা হয়েছিল। সেই শোতেই ওয়াটসন জানিয়েছেন সিএসকে বাকি ফ্র্যাঞ্চাইজির থেকে কেন আলাদা।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৯:৪০
Share:

ওয়াটসন ধন্যবাদ জানাচ্ছেন ধোনি ও ফ্লেমিংকে। —ফাইল চিত্র।

একের পর এক ইনিংসে রান না পেলে কোনও দলই প্রথম একাদশে রাখবে না সংশ্লিষ্ট ক্রিকেটারকে। চেন্নাই সুপার কিংস সব অর্থেই ব্যতিক্রমী। সিএসকে সবার থেকে কেন যে আলাদা, সেটাই জানিয়েছেন চেন্নাইয়ের সদস্য শেন ওয়াটসন।

Advertisement

চেন্নাই সুপার কিংসের তরফে ইনস্টাগ্রামে লাইভ চ্যাট শোয়ের আয়োজন করা হয়েছিল। আর সেই শোতেই ওয়াটসন বলেছেন, ‘‘দশটা ম্যাচে রান না পেলেও দলে সুযোগ পাওয়া যায় সিএসকে-তে। গত মরসুমে এমএস ধোনি এবং স্টিফেন ফ্লেমিং আমার উপরে ভরসা রেখেছিল। তার জন্য ওদের ধন্যবাদ জানাই।’’

অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে খেললে বার বার ব্যর্থ হয়েও দলে সুযোগ পেতেন না কোনও ক্রিকেটার। কিন্তু সিএসকে তো অন্য দলের থেকে সব অর্থেই আলাদা। সেই কারণেই ওয়াটসন বার বার ব্যর্থ হলেও তাঁর উপরে আস্থা দেখিয়েছেন ধোনি ও ফ্লেমিং।

Advertisement

আরও পড়ুন: দলবদলে বড় চমক, ইস্টবেঙ্গলে আসছেন বলবন্ত

অজি তারকা বলেছেন, ‘‘অন্য ফ্র্যাঞ্চাইজি হলে দলে সুযোগই পেতাম না। সেই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে হয়তো বলেই দেওয়া হত, খেলতে আসার জন্য ধন্যবাদ। এ বার তুমি বসে থাকো। জল নিয়ে যাও মাঠে।’’

কিন্তু ধোনি ও ফ্লেমিং তাঁকে নিয়মিত সুযোগ দিয়ে গিয়েছেন। সেই প্রসঙ্গে ওয়াটসন বলেছেন, ‘‘এক সময়ে মনে হয়েছিল, আর দু’ ম্যাচ পরেই হয়তো আমাকে বসিয়ে দেওয়া হবে। কিন্তু তা করা হয়নি।’’

আরও পড়ুন: ‘ভারতের কাছে টেস্ট সিরিজ হার ছিল বিশাল ধাক্কা’

দলের অধিনায়ক ও কোচ যে তাঁর উপরে আস্থা দেখিয়েছিলেন, তার যোগ্য মর্যাদা দেন ওয়াটসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন