Sports News

অবসর নিলেন ভারতের জামাই শ্যন টেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার শ্যন টেট। খুব বেশিদিন যে দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এমনটা নয়। কিন্তু চোট, আঘাতে জর্জরিত হয়েই শেষ পর্যন্ত খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৪:৪৪
Share:

শ্যন টেট। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার শ্যন টেট। অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার হওয়ার পাশাপাশি ভারতীয়দের জন্য অবশ্য অন্য পরিচয় রয়েছে তাঁর। তিনি ভারতের জামাই। সম্প্রতি ভারতের পাসপোর্টও পেয়েছেন। খুব বেশিদিন যে দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এমনটা নয়। কিন্তু চোট, আঘাতে জর্জরিত হয়েই শেষ পর্যন্ত খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। অস্ট্রেলিয়ার এই ফার্স্ট বোলার দেশের হয়ে খেলেছেন তিনটি টেস্ট, ৩৫টি ওয়ান ডে ও ২১টি টি২০। সব মিলিয়ে নিয়েছেন ৯৫টি উইকেট।

Advertisement

আরও খবর: ভারতীয় পাসপোর্ট পেলেন অস্ট্রেলিয়ার বোলার শ্যন টেট

গত বছর জানুয়ারিতে শেষ দেশের হয়ে খেলেছিলেন টেট। ভারতের বিরুদ্ধে খেলা সেটাই তাঁর শেষ খেলা। জাতীয় দলে আর ফিরতে না পারলেও নিয়মিত খেলেছেন বিগ ব্যাশ লিগ ও শেফিল্ড শিল্ডে। টেটের টেস্টে অভিষেক হয়েছিল ২০০৫এ ট্রেন্ট ব্রীজে ইংল্যান্ডের বিরুদ্ধে। সোমবার সকালে অবসর ঘোষণা করে শ্যন টেট বলেন, ‘‘আমি সত্যিই আরও কয়েক বছর খেলতে চেয়েছিলাম। কোনুইয়ের চোটের জন্য দলে জায়গা হয়নি। এই অবস্থায় দলে ফেরার আশা না করাই ভাল।’’ ২০০৭ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন টেট। এর পর ভারতে আইপিএল খেলতে এসে ভারতীয় মেয়েকে বিয়েও করেন তিনি। শ্যন টেট বিখ্যাত ছিলেন তাঁর বলের গতির জন্য। ঘণ্টায় ১৬১ কিলোমিটার বেগে বল করার রেকর্ড রয়েছে তাঁর দখলে। ১৫০ ছিল তাঁর নিয়মিত বলের গতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন