নতুন অল ইংল্যান্ড জয়ী শি ইউকি

ফাইনালে ওঠার পথে মালয়েশিয়ার কিংবদন্তি লি চং উইকে হারানোর পরে ৩৪ বছর বয়সি লিন ড্যানই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৩:৫১
Share:

সেরা: অল ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হওয়ার পরে শি ইউকি। ছবি: এএফপি

তিনি জিতলে টুর্নামেন্টের ৬৩ বছরের ইতিহাসে বয়স্কতম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তেন। তিনি— লিন ড্যান। কিন্তু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হিসেবে উঠে এলেন তাঁর সতীর্থ চিনের শি ইউকি। কিংবদন্তি লিন ড্যানকে তিনি হারান ২১-১৯, ১৬-২১, ২১-৯।

Advertisement

ফাইনালে ওঠার পথে মালয়েশিয়ার কিংবদন্তি লি চং উইকে হারানোর পরে ৩৪ বছর বয়সি লিন ড্যানই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু তাঁর বিখ্যাত আক্রমণ সে ভাবে দেখা যায়নি ফাইনালে। দ্বিতীয় গেমে জিতলেও তৃতীয় গেমে দাঁড়াতেই পারেননি লিন ড্যান সতীর্থের দুরন্ত গতি আর স্ম্যাশের সামনে।

ছ’বারের চ্যাম্পিয়ন লিন-কে গত বছরও হারিয়ে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন ইউকি। ফাইনালে অবশ্য তিনি হেরে গিয়েছিলেন লি চং-এর বিরুদ্ধে। এ বার সেই হতাশা মিটল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন