Sports News

বিয়ের আগেই জরুকা গুলাম, কাকে বললেন ধবন

সামনে যখন শিখর ধবন তখন রীতিমতো জল খেয়ে প্রস্তুতি নিতে হল ভুবনেশ্বরকে। ধবন তো সরাসরি বিয়ের আগেই ভুবনেশ্বরকে ‘জরুকা গুলাম’ বলে দিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৮:২৮
Share:

শিখর ধবন ও ভুবনেশ্বর কুমার। ছবি: শিখর ধবনের ইনস্টাগ্রাম থেকে।

বৃহস্পতিবার বিয়েটা সেরেই ফেলতে চলেছেন ভুবনেশ্বর কুমার। আর তাঁর পিছনে লাগবেন না তাঁর সতীর্থরা তা কি হয়? শ্রীলঙ্কার বিরুদ্ধে কলকাতা টেস্ট শেষে বাড়ি ফিরতে গিয়ে তেমনই সব প্রশ্নের সম্মুখিন হতে হল ভুবনেশ্বর কুমারকে। আর সামনে যখন শিখর ধবন তখন রীতিমতো জল খেয়ে প্রস্তুতি নিতে হল ভুবনেশ্বরকে। ধবন তো সরাসরি বিয়ের আগেই ভুবনেশ্বরকে ‘জরুকা গুলাম’ বলে দিলেন। ভুবির পাল্টা, ‘আমার তো মনে হয় না আমি জরুকা গুলাম, ওটা আসলে প্রেম।’ যা শুনে রীতিমতো হেসে কুটোপাটি ধবন। যদিও ভুবি পাল্টা দিতে ভুললেন না, ‘আমি আসলে সিনিয়রদের দেখেই তো শিখেছি।’

Advertisement

আরও পড়ুন

টেস্ট র‌্যাঙ্কিংয়ে উঠলেন বিরাট, নামলেন জাডেজা

Advertisement

Lo ji ban gya ek aur joru ka ghulam @imbhuvi ..🤣😌Wish you a very happy married life bro..🤗👍🏼

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement