তিনি শিখরে, বলছেন ধবন

বিশাখাপত্তনমে ১২ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি করে সিরিজ সেরার পুরস্কার পেয়ে শিখর ধবন বলেন, ‘‘মনে হচ্ছে আমি এখন আমার ব্যাটিংয়ের সেরা জায়গায় রয়েছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০৪:৪৮
Share:

দক্ষিণ আফ্রিকা রওনা হতে আর দিন দশেক। এই সময়েই যে তিনি তাঁর ফর্মের শিখরে রয়েছেন, তা উপলব্ধি করতে পারছেন ভারতীয় ওপেনার শিখর ধবন। রবিবার বিশাখাপত্তনমে ১২ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি করে সিরিজ সেরার পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘‘মনে হচ্ছে আমি এখন আমার ব্যাটিংয়ের সেরা জায়গায় রয়েছি। আমি আমার খেলাটা খুব ভাল বুঝি। তাই ধারাবাহিকতা অনেক ভাল হয়েছে আমার।’’ আত্মবিশ্বাসী ধবন বলেন, ‘‘ক্রিজে গিয়ে কী করা উচিত, কী নয়, পরিস্থিতি অনুযায়ী টেকনিকে বদল কী ভাবে আনতে হয়, এই সব এখন আমি খুব ভাল বুঝি। পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে একশোয় পৌঁছনোর ব্যাপারেও আমি এখন অনেক উন্নতি করেছি। আজ যে সামনে থেকে দলকে জেতালাম, এটাও দারুণ অভিজ্ঞতা।’’

Advertisement

২০১৫-১৬-য় অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৪ হারার পর থেকে ভারত এই নিয়ে টানা আটটা ওয়ান ডে সিরিজ জিতল। বিরাট কোহালি দলের নেতৃত্বের ব্যাটন নেওয়ার পর থেকেই এই উন্নতি। তবে বিরাটকে ছাড়াও ভারত তাদের সাফল্যের ধারা বজায় রাখল রোহিত শর্মার নেতৃত্বে। ২-১ সিরিজ জেতার পরে ভারপ্রাপ্ত অধিনায়কের বক্তব্য, ‘‘হেরে গিয়েও ঘুরে দাঁড়ানোটা আমাদের দলের বৈশিষ্ট। তাই এই দলকে নেতৃত্ব দেওয়ার কাজটাও আমার পক্ষে অনেক সোজা হয়ে যায়।’’ রোহিতের মতে, বিদেশে এই জয়ের ধারাই ধরে রাখতে হবে তাঁদের। বলেন, ‘‘পরের দেড় বছর আমাদের আরও বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমাদের তার জন্য তৈরি থাকতে হবে।’’ দলের তরুণদের প্রশংসা করে রোহিত বলেন, ‘‘দলের প্রাণশক্তি অনেক বাড়িয়ে তুলেছে আমাদের তরুণরা। আমি নিশ্চিত, ওরাও এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।’’

অধিনায়কত্বের আনন্দ কী, তা এই সিরিজেই উপলব্ধি করতে পারলেন রোহিত শর্মা। ট্রফি নিয়ে তিনি বলেন, ‘‘যে ভাবে আমরা হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ালাম, তা দুর্দান্ত। এমন দলের ক্যাপ্টেন হতে পারার আনন্দ অসাধারণ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন