বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাবল সেঞ্চুরি মিস করলেন ধবন

বরুণদেবের ভ্রুকুটি উড়িয়ে শুক্রবার ভারত-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হল। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে এ দিন খেলা শুরু করে দেওয়া হয়। বুধবার, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৩৯। শিখর ধবনের ব্যাটে ১৫০ রান এবং মুরুলি বিজয়ের ৮৯। দ্বিতীয় দিনে খেলা পণ্ড হয়ে যায় মুষলধারে বৃষ্টির জন্য। ফলে শুক্রবার শিখর-মুরুলি জুটিই ব্যাট হাতে মাঠে নামেন। ৬৭ ওভারে ২৮৩ রান করার পর সাকিব অল হাসানের বলে ধবন আউট হয়ে যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৯:৫৯
Share:

বরুণদেবের ভ্রুকুটি উড়িয়ে শুক্রবার ভারত-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হল। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে এ দিন খেলা শুরু করে দেওয়া হয়। বুধবার, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৩৯। শিখর ধবনের ব্যাটে ১৫০ রান এবং মুরুলি বিজয়ের ৮৯। দ্বিতীয় দিনে খেলা পণ্ড হয়ে যায় মুষলধারে বৃষ্টির জন্য। ফলে শুক্রবার শিখর-মুরুলি জুটিই ব্যাট হাতে মাঠে নামেন। ৬৭ ওভারে ২৮৩ রান করার পর সাকিব অল হাসানের বলে ধবন আউট হয়ে যান। ধবনের রান ১৭৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement