যুক্তরাষ্ট্র ওপেন গল্ফে শিব কপূরও

গল্ফের অন্যতম মেজর, যুক্তরাষ্ট্র ওপেনে নামার যোগ্যতা অর্জন করে নিলেন শিব কপূর। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম ষাট জনে থাকায় এই টুর্নামেন্টে সরাসরি নামার যোগ্যতা আগেই অর্জন করেছিলেন অনির্বাণ লাহিড়ী। বেঙ্গালুরুর তারকার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এ বার টুর্নামেন্টে নামবেন শিবও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০৩:৩৬
Share:

গল্ফের অন্যতম মেজর, যুক্তরাষ্ট্র ওপেনে নামার যোগ্যতা অর্জন করে নিলেন শিব কপূর। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম ষাট জনে থাকায় এই টুর্নামেন্টে সরাসরি নামার যোগ্যতা আগেই অর্জন করেছিলেন অনির্বাণ লাহিড়ী। বেঙ্গালুরুর তারকার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এ বার টুর্নামেন্টে নামবেন শিবও।

Advertisement

আগামী ১৫ জুন থেকে ওয়াশিংটনের চেম্বার্স বে-তে বসছে ১২০ বছর প্রাচীণ এই মেজর টুর্নামেন্টের আসর। যার আন্তর্জাতিক সেকশনাল কোয়ালিফায়ারে একই দিনে দু’রাউন্ড খেলে শিব কপূর করলেন ১০-আন্ডার ১৩৪ স্কোর। এই নিয়ে পর পর দু’বছর কোয়ালিফায়ার থেকে মূলপর্বে গিয়ে উচ্ছ্বসিত শিব বলেছেন, ‘‘মাইকেল ক্যাম্পবেল কোয়ালিফায়ার থেকে গিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন। তাই স্বপ্ন দেখছি। প্রকত্যেক গল্ফারই বিশ্বসেরাদের বিরুদ্ধে মেজর খেলতে চায়। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সেটা পারলে অনেক কিছুই সম্ভব!’’ যুক্তরাষ্ট্র ওপেনে ১১টি স্থানের জন্য যোগ্যতা অর্জনের লড়াইয়ে ছিলেন মোট ৮২ জন। যাঁদের মধ্যে জীব মিলখা সিংহ দু’রাউন্ডে ৬৯ ও ৭২ স্কোর করে যোগ্যতা অর্জনে ব্যর্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন