Cricket

ধোনি আর কোহালির নেতৃত্বে পার্থক্য কোথায়? ব্যাখ্যা করলেন দেশের প্রাক্তন লেগস্পিনার

২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি। নেতৃত্বের আর্ম ব্যান্ড ওঠে কোহালির হাতে। ২০১৭ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ১৪:১৮
Share:

কোহালি ও ধোনি। দু’ জনের নেতৃত্বের ধরন দু’ ধরনের। — ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি শান্ত স্বভাবের। বেশি আবেগ প্রকাশ করেন না। বিরাট কোহালি তাঁর উল্টো মেরুর। আগ্রাসী। কিন্তু কাজ হাসিল করার ক্ষেত্রে দু’জনের নেতৃত্বের দুই ধরনই খুবই কার্যকর। দেশের প্রাক্তন স্পিনার শিবরামকৃষ্ণণ এ ভাবেই ব্যাখ্যা করেছেন কোহালি ও ধোনির নেতৃত্বের ধরনকে।

Advertisement

২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি। নেতৃত্বের আর্ম ব্যান্ড ওঠে কোহালির হাতে। ২০১৭ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি।

নেতৃত্বের ব্যাটন চলে আসে কোহালির হাতে। শিবরামকৃষ্ণণ বলছেন, ‘‘দু’জনে দু’ধরনের নেতা। বিরাট অনেক আগ্রাসী। নিজেকে প্রকাশ করতে পারে। এমএস অনেক শান্ত স্বভাবের। ওর মুখের প্রতিক্রিয়া দেখে কিছু বোঝার উপায় থাকে না। এমনকি কী করতে চলেছে, তার আগাম ইঙ্গিত থাকে না শরীরী ভাষাতেও। তবে এমএস ধোনি বোলারদের ক্যাপ্টেন। যে কোনও বোলারের কাছেই যা অ্যাডভান্টেজ।’’

Advertisement

আরও পড়ুন: উৎসবের বিশেষ ক্যামেরা, থাকছে টসের অডিয়োও

কোহালি সম্পর্কে শিবরামকৃষ্ণণ বলছেন, ‘‘বিরাট কোহালি সব সময়েই ফুটছে। কোহালির নেতৃত্বের সব চেয়ে বড় গুণ হল, ও সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। শুধুমাত্র ব্যাটে রান করাই নয়, ওর এনার্জি দলকে উজ্জীবিত করে। হারকে খুব একটা গুরুত্বও দেয় না কোহালি। ও জেতার জন্যই নামে। অস্ট্রেলিয়াও আগে এ রকমই করত। এই কারণেই ওরা এত সফল ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন