কাপ জয়ের মঞ্চে এ বার নতুন স্বপ্ন শুভমনের

নিউজ়িল্যান্ডে তাঁর সিনিয়র দলের হয়ে অভিষেক হতে পারে ভেবে বেশ খুশি শুভমন গিল বলছেন, ‘‘এতে আমার বেশ সুবিধাই হল বলা যায়। গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওখানে আমি ভাল খেলেছিলাম। এ বার ওখানেই খেলার সুযোগ পেতে পারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০৩:৩১
Share:

—ফাইল চিত্র।

হঠাৎ ভারতীয় সিনিয়র দলের ডাক পেয়ে দু’জনেই চমকে যান। শনিবার গভীর রাতে সরকারি ভাবে বোর্ড জানিয়ে দেয় হার্দিক পাণ্ড্যর বদলে বিজয় শঙ্করকে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সফরকারী ভারতীয় দলে। শুভমন গিল দলের সঙ্গে যোগ দেবেন নিউজ়িল্যান্ডে। যা শুনে দারুণ খুশি শুভমন বলছেন, সিনিয়র দলে অভিষেক হওয়ার মতো এর চেয়ে ভাল জায়গা আর হতেই পারে না। অন্য দিকে, কয়েক সপ্তাহ আগেই নিউজ়িল্যান্ড সফর সেরে ফিরে আসা বিজয় শঙ্কর মনে করেন, ওখানে গিয়ে মানসিক শক্তি অনেক বেড়েছে তাঁর। যার ফলে সিনিয়র দলে ফিরে ভাল খেলার জন্য তিনি এখন তৈরি।

Advertisement

নিউজ়িল্যান্ডে তাঁর সিনিয়র দলের হয়ে অভিষেক হতে পারে ভেবে বেশ খুশি শুভমন গিল বলছেন, ‘‘এতে আমার বেশ সুবিধাই হল বলা যায়। গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওখানে আমি ভাল খেলেছিলাম। এ বার ওখানেই খেলার সুযোগ পেতে পারি। ওখানে যে হেতু খেলে এসেছি, তাই টেকনিকে রদবদলের কোনও চাপ নেই। যে চাপটা সামলাতে হতে পারে, তা হল ভারতের সিনিয়র দলের হয়ে মাঠে নামার চাপ। মানসিকতায় এটা অন্য রকম। আমি অবশ্য সে জন্য তৈরি।’’

শনিবার রাতে খবরটা পেয়ে রীতিমতো চমকে যান শুভমন। বলেন, ‘‘রাতে খবরটা পাওয়ার পর থেকেই আমার ফোনে অজস্র মেসেজ আসতে শুরু করে। আমার হৃদস্পন্দন যেন বেড়ে যায়। তড়িঘড়ি বাবাকে জানাই খবরটা। এটা সত্যিই বিশেষ মুহূর্ত আমার জীবনে।’’ রাতে ফোনে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের মধ্যে যুবরাজ সিংহ ও দীনেশ কার্তিকও ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement