কানাডা ওপেনের শেষ চারে জ্বালা-অশ্বিনী

কমনওয়েলথ গেমসের রুপোজয়ী জুটি জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা আরও একটি সাফল্যের সামনে দাঁড়িয়ে। কানাডা ওপেনের সেমিফাইনালে পৌঁছিয়ে গেলেন তাঁরা। গত সপ্তাহে এই জুটি ইউএস ওপেন গ্রান্ড প্রিক্সের সেমিফাইনালে উঠেছিল। যার ফলে ভারতীয় এই জুটি তাঁদের জীবনের সেরা র‌্যাঙ্কিয়ে (১৩) পৌঁছায়। শনিবার কানাডা ওপেনের কোয়ার্টার ফাইনালে এই জুটি হারায় হংকংয়ের চান কাকা-ইউয়িন সিন জুটিকে। খেলার ফল ২১-১৯, ২১-১৩।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:১৫
Share:

কমনওয়েলথ গেমসের রুপোজয়ী জুটি জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা আরও একটি সাফল্যের সামনে দাঁড়িয়ে। কানাডা ওপেনের সেমিফাইনালে পৌঁছিয়ে গেলেন তাঁরা।
গত সপ্তাহে এই জুটি ইউএস ওপেন গ্রান্ড প্রিক্সের সেমিফাইনালে উঠেছিল। যার ফলে ভারতীয় এই জুটি তাঁদের জীবনের সেরা র‌্যাঙ্কিয়ে (১৩) পৌঁছায়। শনিবার কানাডা ওপেনের কোয়ার্টার ফাইনালে এই জুটি হারায় হংকংয়ের চান কাকা-ইউয়িন সিন জুটিকে। খেলার ফল ২১-১৯, ২১-১৩।
২০১১-র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শাটলারদের কাছে লড়াইটা সহজ ছিল না। প্রথম সেটে কিছুটা চাপেও পড়ে যান জ্বালা-অশ্বিনী। তবে দ্বিতীয় সেট সহজেই জিতে যান তাঁরা। তৃতীয় বাছাই ভারতীয় জুটি শেষ চারে মুখোমুখি হবে জাপানের শিহো তানাকা-কোহারু ইয়োনেমোতোর। কানাডা ওপেনে ভাল ফল করলে নিঃসন্দেহে আরও উপরের সারিতে উঠে আসার সুযোগ থাকছে জ্বালা-অশ্বিনীর সামনে।

Advertisement

মহিলা ডাবলসে ভারতীয় দুই শাটলার আশা দেখালেও, পুরুষদের সিঙ্গলসে হতাশ করলেন বি সাই প্রণীত এবং অজয় জয়রাম। কোয়ার্টার ফাইনাল থেকেই তাঁরা ছিটকে গেলেন। মহিলা ডাবসলের আর এক জুটি প্রদোন্যা গাদরে-এন শিককি রেড্ডি হেরে গেলেন হংকংয়ের পুন লক ইয়ান-ইয়িং সুয়েত জুটির কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন