Sports News

ফার্গুসনের জন্য প্রার্থনায় রুনি থেকে রোনাল্ডো

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইনটেনসিভ কেয়ারেই আছেন তিনি। ম্যান ইউ’র পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, খুব ভাল ভাবেই অস্ত্রোপচার হয়েছে ছিয়াত্তর বছরের স্কটিশ কোচের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ০৩:৩৯
Share:

লড়াই: হঠাৎই অসুস্থ আলেক্স ফার্গুসন। উদ্বিগ্ন ফুটবল দুনিয়া।

‘কেমন আছেন আমাদের প্রিয় স্যর?’

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে ডেভিড বেকহ্যাম। ফুটবল বিশ্বের এখন এই একটাই উৎকণ্ঠা।

গতকালই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ায় তড়িঘড়ি অস্ত্রোপচার হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার আলেক্স ফার্গুসনের।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইনটেনসিভ কেয়ারেই আছেন তিনি। ম্যান ইউ’র পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, খুব ভাল ভাবেই অস্ত্রোপচার হয়েছে ছিয়াত্তর বছরের স্কটিশ কোচের।

বছর পাঁচেক আগে ফার্গুসন ম্যান ইউ থেকে অবসর নেন ২৬ মরসুম দায়িত্বে থাকার পরে। তাঁর জমানায় ক্লাবে এসেছে মোট ৩৯টি ট্রফি।

অবসর নিলেও প্রিয় ক্লাবের মায়া পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। গত রবিবারই ওল্ড ট্র্যাফোর্ডে তাঁকে দেখা গিয়েছিল আর্সেনালের বিদায়ী ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের সংবর্ধনায়। কিন্তু হঠাৎই এত বড় দুর্ঘটনা ঘটবে কেউ কল্পনা করেননি।

এ দিকে, ফার্গুসন-পরিবার স্যর আলেক্সের অসুস্থতা নিয়ে কোনও হইচই চায় না। বিখ্যাত স্যালফোর্ড রয়্যাল হাসপাতালে সব কিছু শান্তিতে ঘটুক এটাই সাধারণের কাছে তাঁদের আকুতি। এবং শেষ টুইটে ম্যান ইউ’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘এমন একটা কঠিন সময়ে আমরা স্যর আলেক্স ও তাঁর কাছের মানুষদের কথাই শুধু ভাবছি। এখন একটাই কামনা। স্যরের দ্রুত ও স্বচ্ছন্দ আরোগ্য। তবে আগের মতো সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে ওঁকে আরও কিছু দিন ইনটেনসিভ কেয়ারে থাকতে হবে।’

ফার্গুসনের সৌজন্যে ‘রেড ডেভিলস’-এর সাফল্যকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। তেরোটি ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব, দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা, আর পাঁচ বার করে এফএ কাপ ও লিগ কাপে চূড়ান্ত সাফল্য সম্ভব হয়েছে এই কিংবদন্তি ম্যানেজারের সযত্ন দায়িত্ব পালনের মধ্য দিয়েই। ১৯৯৯ সালে তাঁকে নাইট উপাধিও দেওয়া হয়। দেওয়া হবেই বা না কেন! সে’বছরই তাঁর কোচিংয়ে ম্যান ইউ যে ত্রিমুকুট জিতেছিল। ইপিএল, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামের মতো আজকের নামী তারকাদের অনেকেই একেবারে ফার্গুসনের হাতে তৈরি। স্বভাবতই এমন ভয়ঙ্কর এক খবরে সোশ্যাল নেটওয়ার্কে এখন শুধুই উৎকণ্ঠার বন্যা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা আসছে একের পর এক।

রোনাল্ডো লিখেছেন, ‘তোমাকে নিয়েই ভাবছি। তোমার জন্যই প্রার্থনা করছি প্রিয় বন্ধু। বস, তুমি আরও শক্ত হও।’ প্রিয় ফার্গিকে ‘বস’ সম্বোধন করে বেকহ্যামের টুইট, ‘লড়াই ছেড়ো না বস। ক্যাথি আর গোটা পরিবারের জন্য আমার ভালবাসা আর প্রার্থনা।’

শুধু তো রোনাল্ডো বা বেকহ্যাম না। ফার্গুসনের আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন অসংখ্য ফুটবলার, কোচ। কে নেই তালিকায়? ক্রিস স্মলিং, এডউইন ফান ডার সার, অ্যাশলে ইয়ং, মাইক ফেলান, উইলি মিলার, মাইকেল ক্যারিক, গ্যারি লিনেকার, ওয়েন রুনি— বাদ যাননি কেউ। শুধু ফুটবলাররাই নন। কিংবদন্তি ম্যানেজারের দ্রুত আরোগ্য কামনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রায় বিখ্যাত-অখ্যাত সব ক্লাবই। এমনকী ফিফাও ফার্গুসনের আরোগ্য কামনার গণ-প্রার্থনায় যোগ দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন