Tennis

Tennis: ম্যাচ গড়াপেটায় দোষী! একসঙ্গে ৬ টেনিস খেলোয়াড় জেলে

দোষী টেনিস খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি সাজা হয়েছে মেস্ট্রেসের। তাঁকে ২২ বছর ৬ মাস জেলের সাজা শোনানো হয়েছে। টেনিস ইন্টেগ্রিটি এজেন্সির তরফে নিষিদ্ধ ঘোষণা করায় জেলের সাজা খাটার পরে খেলা বা কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন না তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১২:৫৯
Share:

ম্যাচ গড়াপেটায় শাস্তি প্রতীকী চিত্র

ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হওয়ায় ছ’জন টেনিস খেলোয়াড়কে নিষিদ্ধ করল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি। তাঁদের জেলের সাজাও শোনানো হয়েছে। জানা গিয়েছে, আদালত ছয় খেলোয়াড়ের বিরুদ্ধে অপরাধমূলক ধারা এনেছে। ফলে তাঁদের সাত থেকে ২২ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে।
ছয় টেনিস খেলোয়াড়ই স্পেনের। তাঁদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে স্পেনের একটি আদালতে। ছয় খেলোয়াড়ের মধ্যে জর্জে মার্সে ভিদ্রি ও মার্ক ফর্নেল মেস্ট্রেস টেনিসের ক্রমতালিকায় রয়েছেন। পেদ্রো বার্নাবে ফ্র্যাঙ্কো, কার্লোস ওর্টেগা, জেমি ওর্টেগা ও মার্কোস টোরালবো নামের বাকি চার টেনিস তারকা তালিকাভুক্ত নন।

Advertisement

দোষী টেনিস খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি সাজা হয়েছে মেস্ট্রেসের। তাঁকে ২২ বছর ৬ মাস জেলের সাজা শোনানো হয়েছে। টেনিস ইন্টেগ্রিটি এজেন্সির তরফে নিষিদ্ধ ঘোষণা করায় জেলের সাজা খাটার পরে খেলা বা কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন না তাঁরা।

সাজা ঘোষণার পরে টেনিস ইন্টেগ্রিটি এজেন্সির সিইও জনি গ্রে বলেন, ‘‘টেনিসে পরিকল্পনা করে এরকম অপরাধ সাধারণত আমরা দেখিনি। পুরো চক্রকে সবার সামনে আনার জন্য ও শাস্তি দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ। এই শাস্তির ফলে সবার কাছে একটা বার্তা গেল যে ম্যাচ গড়াপেটা অপরাধ। তাই এই ধরনের অপরাধে জেলের সাজা হবে।’’

Advertisement

এমন এক সময়ে এই সাজা ঘোষণা হয়েছে যখন স্পেনে মাদ্রিদ ওপেন চলছে। শুক্রবার কার্লোস আলকারেজের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন রাফায়েল নাদাল। অন্য দিকে সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন