Cricket

আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা

১২টি একদিনের আন্তর্জাতিকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তাঁর নামের পাশে ৬৬৯ রান, গড় ৬৬.৯০। অন্য দিকে, টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতীয় দলের হয়ে রীতিমতো নজরকাড়া সাফল্য পেয়েছেন স্মৃতি। এই ফরম্যাটে ২৫টি ম্যাচ খেলে ভারতীয় ওপেনার করেছেন ৬২২ রান। স্ট্রাইক রেট যথেষ্টই আকর্ষণীয়— ১৩০.৬৭।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৫:৩১
Share:

আইসিসি-র বছরসেরার সম্মান পেলেন মন্ধানা। ফাইল ছবি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিচারে বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান পেলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। এর পাশাপাশি স্মৃতিকে মেয়েদের একদিনের আন্তর্জাতিকে সেরা ক্রিকেটারের পুরস্কারও দেওয়া হল। ২২ বছরের স্মৃতি শেষ হতে যাওয়া বছরটায় ব্যাট হাতে দুরন্ত সাফল্য পেয়েছেন।

Advertisement

২০১৮ সালে আইসিসি-র ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলেও নির্বাচিত হয়েছিলেন স্মৃতি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত সময়সীমার মধ্যে আইসিসি-র ভোট যে প্রক্রিয়া চলেছে তাতেই সেরার সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি।

১২টি একদিনের আন্তর্জাতিকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তাঁর নামের পাশে ৬৬৯ রান, গড় ৬৬.৯০। অন্য দিকে, টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতীয় দলের হয়ে রীতিমতো নজরকাড়া সাফল্য পেয়েছেন স্মৃতি। এই ফরম্যাটে ২৫টি ম্যাচ খেলে ভারতীয় ওপেনার করেছেন ৬২২ রান। স্ট্রাইক রেট যথেষ্টই আকর্ষণীয়— ১৩০.৬৭। গত নভেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হয়ে যথেষ্ট দাগ কেটেছিলেন স্মৃতি।

Advertisement

আরও পড়ুন: টেস্ট জিতে হোটেলে ফেরার সময় নাচলেন কোহালি, দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: ওয়ার্নের তোপ, স্টার্করা প্রথম ছয় ব্যাটসম্যানদের উইকেট নিতে পারে না!

হরমনপ্রীতদের দৌড় শেষ চারের লড়াইয়ে শেষ হয়ে গেলেও ওপেনার স্মৃতির ব্যাটিং বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। ২০০৭ সালে ঝুলন গোস্বামীর পর স্মৃতিই দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি আইসিসি-র পুরস্কার পেলেন।

বর্ষসেরা নির্বাচিত হওয়ার পর স্মৃতি বলেছেন, “পুরস্কার পাওয়ার একটা আলাদা তাত্পর্য রয়েছে। সত্যিই এটা একটা স্পেশাল ব্যাপার! যখন আপনি ব্যাট হাতে ক্রিজে থাকেন তখন রান করে দলকে জেতানোর কথাই মাথায় ঘোরে। আর মাঠের পারফরম্যান্সের সুবাদে যখন পুরস্কার জোটে তখন সাফল্যের খিদেটা অনেক বেড়ে যায়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন