Virat Kohli

কোহালিকে ‘চেজার মাস্টার’ বানিয়েছে যে ইনিংসগুলো

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১১:৫৩
Share:
০১ ১১

রান তাড়া করার ক্ষেত্রে এই মুহূর্তে তাঁর বিকল্প বোধ হয় তিনিই। যে কোনও পরিস্থিতিতে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে রান তাড়া করার কাজ করে চলেছেন তিনি। দলকে জেতানোর পাশাপাশি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। তিনি বিরাট কোহালি। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর কিছু বিখ্যাত ইনিংস, যা বিরাটকে মাস্টার অব রান চেজারের তকমা দিয়েছে।

০২ ১১

২০০৯ সালের ইডেনে ভারত-শ্রীলঙ্কা চতুর্থ এক দিনের ম্যাচ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ৫০ ওভারে ৩১৬।

Advertisement
০৩ ১১

ভারতীয় দলের শুরুতেই ব্যাটিং বিপর্যয়। রুখে দাঁড়ান বিরাট। তাঁর ১১৪ বলে ১০৭ রানের ইনিংস তিন উইকেটে জয় এনে দেয় ভারতকে।

০৪ ১১

২০১০ সালে মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে আরসিবির সামনে ১৬৬ রানের টার্গেট দেয় মুম্বই।

০৫ ১১

কোহালি যখন ব্যাট করতে নামেন তখন বেঙ্গালুরু বেশ সমস্যায়। রুখে দাঁড়ান বিরাট। ২৪ বলে ৪৭ রানের দারুণ ইনিংস খেলেন কোহালি। যদিও শেষ ওভারে আউট হওয়ায় দু-রানে হেরে যায় আরসিবি।

০৬ ১১

২০১২ সালে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি। ভারতের সামনে ৩২১ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা।

০৭ ১১

রান তাড়া করতে নেমেই গর্জে ওঠে বিরাটের ব্যাট। তাঁর ৮৬ বলে অপরাজিত ১৩৩ রান সাত উইকেটে জয় এনে দেয় ভারতকে। মাত্র ৩৬.৪ ওভারেই রান তুলে নেয় ভারত।

০৮ ১১

২০১৩ তে জয়পুরে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি। ৫০ ওভারে ৩৬০ রানের বিশাল টার্গেট দেয় অস্ট্রেলিয়া।

০৯ ১১

এই বিশাল লক্ষ্য মাত্র ৪৩.৩ ওভারে এক উইকেটে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে বলতেই হবে বিরাটের ৫২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসের কথা।

১০ ১১

২০১৬ সালে মোহালিতে ওয়ার্ল্ড টি২০। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করেছিল ১৬০ রান।

১১ ১১

ব্যাট করতে নেমেই ঝলসে ওঠে বিরাটের ব্যাট। তাঁর ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস ছয় উইকেটে জয় এনে দেয় ভারতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement