খেলার মাঠে ‘কুসংস্কার’ যেন একটা অঙ্গ। যে কোনও খেলায় দেখা যায় কিছু না কিছু সংস্কার রয়েছে খেলোয়াড়দের। যদি সেই কাজ বাদ দিয়ে মাঠে নামেন, খেলাটাই মাটি হয়ে যায় তাঁদের কাছে। অদ্ভুত তাঁদের কুসংস্কার, সেই নিয়ে তাঁদের লড়াই মাঠে। জেনে নিন সে সব ফুটবলার ও খেলার মাঠে অদ্ভুত, মজার কুসংস্কার।