মাঠে ফিরতে মরিয়া সনি

এএফসি কাপের মূল পর্বে মোহনবাগানকে তুলতে মরিয়া সনি নর্দে। ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলার জন্য ছটফট করছেন সবুজ-মেরুন তারকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০২
Share:

ভ্যালেন্সিয়া-বধের প্রস্তুতি। সিএবি-র জিমে ফিটনেস ট্রেনিং সেরে ক্লাবে ফিরছে মোহনবাগান দল। —নিজস্ব চিত্র।

এএফসি কাপের মূল পর্বে মোহনবাগানকে তুলতে মরিয়া সনি নর্দে। ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে মলদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলার জন্য ছটফট করছেন সবুজ-মেরুন তারকা।

Advertisement

শুক্রবার সকালে ইডেনে যখন বিজয় হাজারে ট্রফির প্রস্ততিতে ব্যস্ত মহেন্দ্র সিংহ ধোনি, পাশেই সিএবি-র জিমে ফিটনেস ট্রেনিং করছিলেন সনি। ঘণ্টা খানেক অনুশীলনের পর সবুজ-মেরুন তারকা বললেন, ‘‘এখনও সামান্য ব্যথা আছে হাঁটুতে। তবে আগের চেয়ে অনেক ভাল আছি। কোচকে জানিয়েছি, ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলতে চাই।’’ কোচ সঞ্জয় সেন বললেন, ‘‘সনি আগের চেয়ে অনেক ভাল আছে ঠিকই। কিন্তু অনুশীলনে ওকে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ এ দিন অবশ্য ক্লান্তির কারণে অনুশীলন করেননি অন্য দুই বিদেশি ড্যারেল ডাফি ও এদুয়ার্দো পাহিরা।

হাঁটুর চোটের জন্য প্রথম লেগের ম্যাচ খেলতে মলদ্বীপ যাওয়ার ঝুঁকি নেননি সনি। যাননি কোচ-সহ প্রথম দলের পাঁচ ফুটবলারও। ১-১ গোলে ড্র করে বুধবার গভীর রাতে কলকাতায় ফিরেছে মোহনবাগান। সনি বলছেন, ‘‘প্রথম লেগে জিততে না পারলেও হতাশ নই আমি। কারণ, অ্যাওয়ে ম্যাচে গোল করার সুবিধেটা আমরা পাব। এ বার ঘরের মাঠে ওদের হারিয়ে মূল পর্বে উঠতে চাই।’’ শুক্রবার রাতে কলকাতায় পৌঁছনোরা কথা ভ্যালেন্সিয়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement