ডাবলসে সোনা, সিঙ্গল‌্‌সে রুপো সৌম্যজিতের

জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ব্যক্তিগত বিভাগে রুপো জিতলেন শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ। যদিও সৌম্যজিৎ হরিয়ানার হয়ে খেলেছে। রবিবার গুরুগ্রামে ফাইনালে শরদ কমলের কাছে তাঁকে ৪-২ গেমে হারতে হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১২
Share:

সৌম্যজিৎ ঘোষ।ফাইল চিত্র

জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ব্যক্তিগত বিভাগে রুপো জিতলেন শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ। যদিও সৌম্যজিৎ হরিয়ানার হয়ে খেলেছে। রবিবার গুরুগ্রামে ফাইনালে শরদ কমলের কাছে তাঁকে ৪-২ গেমে হারতে হয়েছে। নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, প্রথম গেমে হারের পর ১-১ করে সমতা ফেরান সৌম্যজিৎ। তারপর জিতে শরদ কমল এগিয়ে গেলে ফের ২-২ করে সমতা ফেরায় সৌম্যজিৎ। এর পর দুটো গেম জিতে এ বছর ভারত সেরা হয় শরদ-ই। এ দিন কোয়ার্টার ফাইনালে পিএসপিবি’র অমল রাজকে ৪-০ গেমে হারায় সৌম্যজিৎ।

Advertisement

তবে ডাবলসে সৌম্যজিৎ জুবিন কুমারের সঙ্গে জুটি করে সোনা জিতেছেন। ফাইনালে তাঁরা হারিয়েছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের সুস্মিত শ্রীরাম-অনির্বাণ ঘোষ জুটিকে। ওই ম্যাচে সৌম্যজিৎরা ৩-১ গেমে জেতে।

এ বারই জাতীয় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডাবলসে প্রথম জিতল সৌম্যজিৎ। তবে ফাইনালে শরদের কাছে হেরে একটু আফসোস থাকছেই। ২০১২ এবং ২০১৪ সালে জাতীয় চ্যাম্পিয়ন হন সৌম্যজিৎ। ২০১২ সালে অলিম্পিকে অংশ নিয়েছেন। গত বছর অর্জুন সম্মানও পান। গুরুগ্রাম থেকে সৌম্যজিৎ বলেন, ‘‘ডাবলসে প্রথম বার ফাইনালে জিতলাম এটাই পাওয়া হল। ফাইনালে হেরে যাওয়া সকলের কাছেই আফসোসের। ভবিষ্যতে আরও ভাল কিছু করে দেখাতে চেষ্টা করব।’’

Advertisement

সেমিফাইনালে হেরে জাতীয় টেবল টেনিসে মহিলাদের ডাবলসে সোনা জয়ের লক্ষ্য থেকে ছিটকে গিয়েছে শিলিগুড়ি তথা নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের প্রতিযোগী টেকমি সরকার-সাগরিকা মুখোপাধ্যায় জুটি। রবিবার গুরুগ্রামে পৌলমী ঘটক-মৌমা দাস জুটির কাছে তাঁদের ৩-০ গোমে হারতে হয়েছে। সেমিফাইনালে হারতে হওয়ায় ব্যক্তিগত বিভাগে প্রি কোয়ার্টারে টেকমি ৪-০ গোমে হেরে গিয়েছে পৌলমী ঘটকের কাছে।

উত্তরবঙ্গের প্রতিযোগীদের ফলাফল নিয়ে মান্তু বলেন, ‘‘শিলিগুড়ির শুভজিৎ সাহা, সৌম্যজিৎ, অঙ্কিতা দাসরা অন্য জায়গার হয়ে খেলছে। যাদের নিয়ে এ বার নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন দল তৈরি করেছি তার মধ্যে মেয়েরা ভাল খেলেছে। তবে এ বারের অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতে আরও ভাল খেলতে হবে টেকমি, সাগরিকাদের।’’ তবে ঘরের ছেলের ভাল ফলে শিলিগুড়ি খুশি হয়নি, সে কথা বলাও ভুল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement