গোল করলেন সৌরভও

কলকাতা লিগ চ্যাম্পিয়ন নির্ধারণের দিনই বোধন হয়ে গেল আটলেটিকো দে কলকাতার। মঙ্গলবারের যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ ম্যাচের উত্তেজনাই নয়, সঙ্গে অন্য মেজাজের সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখেও বাড়ি ফিরলেন দর্শকরা। যেখানে তাঁকে ব্যাটিং করতে নয়, দেখা গেল গোল করতে। প্রথমার্ধের ৩৩ মিনিটে আটলেটিকোর লাল-সাদা জার্সিতে আবির্ভূত হন আটলেটিকো দে কলকাতার অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৮
Share:

আটলেটিকোর সৌরভ। -নিজস্ব চিত্র

কলকাতা লিগ চ্যাম্পিয়ন নির্ধারণের দিনই বোধন হয়ে গেল আটলেটিকো দে কলকাতার। মঙ্গলবারের যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ ম্যাচের উত্তেজনাই নয়, সঙ্গে অন্য মেজাজের সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখেও বাড়ি ফিরলেন দর্শকরা।

Advertisement

যেখানে তাঁকে ব্যাটিং করতে নয়, দেখা গেল গোল করতে।

প্রথমার্ধের ৩৩ মিনিটে আটলেটিকোর লাল-সাদা জার্সিতে আবির্ভূত হন আটলেটিকো দে কলকাতার অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমার্ধ শেষ হতেই সোজা চলে যান মাঠে। যার পরেই অন্য ‘পরীক্ষা’র মুখে পড়তে হল তাঁকে। সেটা কী? না, পেনাল্টি থেকে গোল করতে হবে। গোলকিপার আবার ইস্টবেঙ্গলের ঘরের ছেলে অ্যালভিটো ডি’কুনহা। প্রথম কয়েক বার বাইরে মারলেও, শেষে সব শটই গোলে মারেন সৌরভ। পরে ফুটবলে সই করে সেগুলো উপহার হিসেবে গ্যালারিতে ছুঁড়ে দেন সৌরভ। যাঁরা পেলেন বলগুলো, আটলেটিকোর প্রথম ম্যাচের টিকিট বরাদ্দ থাকল তাঁদের জন্য।

Advertisement

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে আটলেটিকো। সৌরভ বলছিলেন, “দুটো প্রস্তুতি ম্যাচের একটা টালিগঞ্জের সঙ্গে। আর একটা এখনও ঠিক হয়নি।” সমর্থকরা যাতে তাঁদের পরিবার নিয়ে উপভোগ করতে পারেন আটলেটিকো ম্যাচ, সেই ব্যবস্থাও করা হচ্ছে। “মাঠের মধ্যে ইনসাইড ফেন্সিংয়ে বসার ব্যবস্থা থাকবে। আমরা চাই সবাই পরিবার নিয়ে আনন্দ করুন।” প্রথম ম্যাচেই কলকাতার সামনে চ্যালেঞ্জ প্রাক্তন ফরাসি স্ট্রাইকার নিকোলাস আনেলকা-কে আটকানো। যাঁকে মুম্বই এফসি-র জার্সিতে দেখা যাবে। তবে সৌরভ টেনশনে নেই। বলে দিলেন, “ওদের আনেলকা থাকলে আমাদেরও তো গার্সিয়া আছে। আজ কলকাতা লিগ শেষ হয়ে গেল। আমি নিশ্চিত, এর পর গোটা শহর আটলেটিকো দে কলকাতার সমর্থক হয়ে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন