Sourav Ganguly think rohit will not get chance in playing xi

প্রথম দলে রোহিতকে দেখছেন না সৌরভ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দল নির্বাচন নিয়ে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক বিরাট কোহালির পছন্দকে গুরুত্ব দিয়ে অফ-ফর্মে থাকা রোহিত শর্মাকে নির্বাচকরা দলে রেখে দিলেও সৌরভ মনে করেন প্রথম দলে জায়গা হচ্ছে না রোহিতের। বলেন, ‘‘তিনে অবশ্যই চেতেশ্বর পূজারার আসা উচিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩২
Share:

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: নিজস্ব চিত্র।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দল নির্বাচন নিয়ে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক বিরাট কোহালির পছন্দকে গুরুত্ব দিয়ে অফ-ফর্মে থাকা রোহিত শর্মাকে নির্বাচকরা দলে রেখে দিলেও সৌরভ মনে করেন প্রথম দলে জায়গা হচ্ছে না রোহিতের। বলেন, ‘‘তিনে অবশ্যই চেতেশ্বর পূজারার আসা উচিত। বিরাট চারে ও পাঁচে অজিঙ্ক রাহানে। তিন নম্বরে এমন একজনকে আনা উচিত যে ধরে খেলতে পারবে। সঙ্গে অবস্থা অনুযায়ী ব্যাটও চালাতে পারবে। সেদিক থেকে পূজারা একদম সঠিক নির্বাচন।’’

Advertisement

সৌরভের পছন্দের ওপেনিং পার্টনারশিপ অবশ্যই মুরলী বিজয় ও লোকেশ রাহুল। বলেন, ‘‘আন্তর্জাতিক মঞ্চে বিজয় দারুণ খেলেছে। আর রাহুল তো ফর্মের শীর্ষে রয়েছে। আমার মনে হয় এই দু’জনের উপর বিশ্বাস রাখা উচিত।’’ সিএবি সভাপতি কিন্তু শিখর ধবনের ফর্ম নিয়ে চিন্তিত। তাঁর মতে, শিখর ধবনের নিজের ফর্ম নিয়ে আরও কাজ করতে হবে। ওর টেকনিকের দিকেও গুরুত্ব দিতে হবে। কিন্তু ধবনের রানে ফেরা নিয়ে আশাবাদী সৌরভ।

আরও খবর

Advertisement

ভারতে খেলতে এসে স্পিন আতঙ্কে কিউইরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement