আইপিএলের বৈঠকে যাচ্ছেন সৌরভ, শুক্ল

আইপিএল শুরুর ছ’দিন আগে আজ, বৃহস্পতিবার, বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকদের নেতৃত্বে গভর্নিং কাউন্সিলের বৈঠক হচ্ছে। অন্যতম সদস্য হিসেবে বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০৩:২৮
Share:

আইপিএল শুরুর ছ’দিন আগে আজ, বৃহস্পতিবার, বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকদের নেতৃত্বে গভর্নিং কাউন্সিলের বৈঠক হচ্ছে। অন্যতম সদস্য হিসেবে বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চূড়ান্ত বিভ্রান্তিও রয়েছে এই বৈঠক নিয়ে। পুরনো গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্ল। কিন্তু তাঁকে আইপিএলের নিলামে ঢুকতেই দেওয়া হয়নি। তা হলে রাজীব শুক্ল কী ভূমিকায় থাকবেন বৈঠকে?

Advertisement

পর্যবেক্ষকদের তরফেই এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু গভর্নিং কাউন্সিলের পুরনো কমিটিতে যাঁরা ছিলেন, তাঁরা সকলে যাচ্ছেন। রাজীব শুক্ল— যিনি নিলামে প্রবেশাধিকার পাননি, তিনিও থাকবেন। বোর্ডের বর্তমান পদাধিকারীদের মধ্যে যুগ্ম-সচিব অমিতাভ চৌধুরী এবং কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীও যাবেন বলে জানা গিয়েছে। সৌরভ তো থাকছেনই।

দক্ষিণের একটি সূত্র জানাচ্ছে, আইপিএল বৈঠক হচ্ছে জানাজানি হওয়ার পরে বুধবারেও একটি টেলি কনফারেন্স ডাকেন শ্রীনিবাসন। সেখানে ফের গলা মেলান দেশের বিভিন্ন প্রান্তের কর্তারা। ঠিক হয়, বোর্ডের পুরনো সদস্যরা এই সভায় যাবেন। পর্যবেক্ষকরা তাঁদের সঙ্গে কেমন ব্যবহার করেন, সেটা প্রথমে দেখবেন রাজীব শুক্ল-রা। তার পর তাঁদের স্টান্স ঠিক করবেন। তবে সুপ্রিম কোর্ট যে বলেছে আইপিএল সুষ্ঠু ভাবে আয়োজনের জন্য রাজ্য সংস্থাদের টাকা অনুমোদন করতে হবে, সেটা নিয়ে কথা হতে পারে।

Advertisement

তবে দু’পক্ষে সংঘাত চলছে। পর্যবেক্ষকদের নির্দেশে অমিতাভদের ডাকা জাতীয় অ্যাকাডেমির বৈঠক ভেস্তে গিয়েছে। কিন্তু ৯ এপ্রিল বিশেষ সাধারণ বৈঠক (এসজিএম) বাতিল করতে নারাজ কর্তারা। বৃহস্পতিবারের বৈঠক নরমে হয় কি গরমে, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement